সম্প্রতি, “ইউক্রেনে অর্ধনগ্ন হয়ে নারীরা প্রতিবাদ করছে, হায়রে প্রতিবাদ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নারীদের প্রতিবাদের ঘটনার নয় বরং এটি ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসে নারীদের প্রতিবাদের ঘটনায় ধারণকৃত ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Brut FR’ এর সাংবাদিক রেমি বুইসিন এর ভেরিফাইড টুইটার ‘Remy Buisine’ একাউন্ট হতে গত ০৬ মার্চে “« STOP PUTIN’S WAR » Actions des @Femen_France sous la Tour Eiffel à Paris contre Vladimir Poutine et la guerre en Ukraine.” (Translation:Actions of @Femen_France under the Eiffel Tower in Paris against Vladimir Poutine and the war in Ukraine.) শীর্ষক শিরোনামে প্রচারিত টুইট ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
« STOP PUTIN’S WAR »
Actions des @Femen_France sous la Tour Eiffel à Paris contre Vladimir Poutine et la guerre en Ukraine. #UkraineUnderAttaсk #StopPutinNOW pic.twitter.com/8l8bXbDqeQ
— Remy Buisine (@RemyBuisine) March 6, 2022
পাশাপাশি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম Brut এর ইন্সটাগ্রাম একাউন্ট ‘brutamerica’ হতে গত ০৬ মার্চ “Putin,war Criminal”: Radical Feminist Movement FEMEN Staged a protest in Paris, France in support of Ukraine and Against Russian invasion.” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
View this post on Instagram
এছাড়া, ‘Ukraine Russia War Original Footages’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ০৬ মার্চে ” French Women Protesting Against Putin | Feminist Against War | Latest Ukraine – Russia War Conflict” শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।
মূলত, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ করে নারীবাদী সংগঠন ‘Femen’ এর উদ্যোগে গত ০৬ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার এর সামনে অর্ধনগ্ন হয়ে বুকে ইউক্রেনের পতাকার রং একে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ করে একদল নারী। প্রতিবাদ চলাকালে ‘পুতিন যুদ্ধ বন্ধ করো’ এবং ‘পুতিন যুদ্ধাপরাধী’ শীর্ষক স্লোগান দেয় তারা।
তবে, ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ার এর সামনে একদল নারীর অর্ধনগ্ন হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনার ভিডিওকেই ইউক্রেনে অর্ধনগ্ন হয়ে নারীদের প্রতিবাদ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: সামরিক পোশাক পরিহিত ছবিটি ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের নয়
উল্লেখ্য, ‘Femen’ নামের নারীবাদী সংগঠনটি ইউক্রেনে গঠিত হলেও বর্তমানে এই নারীবাদী গোষ্ঠীটি ফ্রান্সে অবস্থান করছে।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নারীদের অংশগ্রহণ লক্ষণীয়। গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার একাউন্ট ‘MFA of Ukrain’ হতে প্রকাশিত এক টুইট বার্তায় জানানো হয়,
“বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীতে ১৫ শতাংশ নারী সদস্য রয়েছেন। আর যারা বিভিন্নভাবে ইউক্রেনকে রক্ষা করছেন তাদের গণনা অসম্ভব। ধন্যবাদ ❤️”
According to the latest survey, more than 15% of the regular Ukrainian army are women.
Number of those who defend Ukraine now in a different way is impossible to count.
Thank you! 💙💛 pic.twitter.com/yZTiV5AGQo
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) March 8, 2022
সুতরাং, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত ০৬ মার্চ ফ্রান্সের রাজধানীর প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার এর সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘Femen’ নামের এটি নারীবাদী গোষ্ঠীর অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের ভিডিওকে ইউক্রেনে নারীরা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রেনে অর্ধনগ্ন হয়ে নারীরা প্রতিবাদ করছে, হায়রে প্রতিবাদ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- https://twitter.com/RemyBuisine/status/1500449420734865409?t=RSaDl3o9UJgT3QtbpLE3Fg&s=19
- https://www.instagram.com/reel/CaxJQWBFEUj/?utm_medium=copy_link
- French Women Protesting Against Putin | Feminist Against War | Latest Ukraine – Russia War Conflict
- Feminist Group Holds Topless Protest Against Russian Invasion of Ukraine
- https://twitter.com/MFA_Ukraine/status/1501086279026552832?s=20&t=BOEfglRUlls54xyyWKiDog