সম্প্রতি, “এটা কোন মিলিটারি বাহিনী না, ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের পুরো টিম! রাশিয়ার আক্রমন থেকে দেশকে রক্ষায় তারা ফুটবল ছেড়ে এখন অস্ত্র হাতে।” শীর্ষক শিরোনামে সামরিক পোশাক পরিহিত ব্যক্তিদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভ টিমের নয় বরং ছবিটি ইউক্রেনের জাতীয়তাবাদী সংগঠন গনোরের সদস্যদের।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘gonor.group’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্টে গত ২৫ ফেব্রুয়ারিতে “Good night everyone. Death to the invaders! Glory to the Nation” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ছবিটি ইউক্রেনের গনোর নামের একটি সংগঠনের সদস্যদের। অস্ত্র হাতে সামরিক পোশাক পরিহিত গনোরা সংগঠনের সদস্যদের একটি ছবিকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভ টিমের সদস্যদের ছবি দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তাছাড়া, রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন হতে সেরহি স্টারনেনকো নামের একজন গনোরের সদস্যর বক্তব্য পাওয়া যায় যেখানে তিনি জানান, “আমরা গনোরের সদস্য, এফসি ডায়নামো নয়”। এছাড়া, ডায়নামো কিয়েভের সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইমেইলের মাধ্যমে রয়টার্সকে নিশ্চিত করেছেন যে ছবিটি ডায়নামো কিয়েভের ফুটবল খেলোয়াড়দের নয়।
উল্লেখ্য, গনোর সংগঠনটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নিজেদেরকে একটি আধুনিক যুব আন্দোলন উল্লেখ করে জানিয়েছে, তারা তাদের রাষ্ট্রের স্বাধীনতা ও প্রতিটি ইউক্রেনীয়র জন্য ন্যায়বিচার চায়। বিবিসির একটি প্রতিবেদনে গনোর’কে ডানপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ইউক্রেনের গনোর নামের একটি সংগঠনের সামরিক ইউনিফর্ম পড়া সদস্যদের একটি ছবিকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের সদস্যরা রাশিয়ার আক্রমন থেকে দেশকে রক্ষায় ফুটবল ছেড়ে এখন অস্ত্র হাতে নিয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এটা কোন মিলিটারি বাহিনী না, ইউক্রেনের ফুটবল ক্লাব ডায়নামো কিয়েভের পুরো টিম! রাশিয়ার আক্রমন থেকে দেশকে রক্ষায় তারা ফুটবল ছেড়ে এখন অস্ত্র হাতে
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]