ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “যুদ্ধের কী পরিস্থিতি, দেখুন যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয় বরং এটি প্রায় ছয় বছর পূর্বে ইউক্রেনীয় সৈন্যদের সোভিয়েতে তৈরি বিভিন্ন অস্ত্রের লাইভ ফায়ার প্রশিক্ষণ অনুশীলনের সময় ধারণকৃত বেশ কয়েকটি ভিডিও একত্রিত করে তৈরি করা একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘USA Military Channel’  নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২ মার্চে “Ukrainian Army’s Soviet Made Weapons শীর্ষক শিরোনামে প্রকাশিত বিভিন্ন সোভিয়েতে তৈরি অস্ত্র নিয়ে ২০১৬-১৭ সালের লাইভ ফায়ার প্রশিক্ষণ অনুশীলনের ভিডিও খুঁজে পাওয়া যায় এবং ভিডিওর ৬ মিনিট ৩৭ সেকেন্ড হতে সম্প্রতি প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচার এবং মিডিয়া প্রযোজনা সংস্থা ‘DVIDS’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৯ মার্চে “JMTG-U Ukrainian BM-21 Rocket Launcher B-Roll” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর ০ঃ৫১ মিনিট থেকে ১ঃ২২ মিনিট দৃশ্যের হুবহু মিল রয়েছে।

তাছাড়া, ‘USA Military Channel’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৮ মে-তে “RPG 対戦車ロケットランチャー (অনুবাদ-আরপিজি অ্যান্টি-ট্যাঙ্ক রকেট লঞ্চার) শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সঙ্গে সম্প্রতি আলোচিত ভিডিওটির ১ মিনিট ২৩ সেকেন্ড হতে ২ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত প্রচারিত দৃশ্যের মিল রয়েছে।

ইউক্রেন

মূলত, ইউক্রেনে ২০১৬২০১৭ সালে ইউক্রেন সেনাদের সোভিয়েতে তৈরি অস্ত্র নিয়ে লাইভ ফায়ার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঐ লাইভ ফায়ার প্রশিক্ষণ অনুশীলনের সময় ধারণকৃত বেশ কয়েকটি ভিডিও এর দৃশ্যকে একত্রিত করে তৈরি করা ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পূর্বের বেশকিছু ভিডিও হতে খণ্ডিত দৃশ্য নিয়ে একত্রিত করে তৈরি করা একটি ভিডিও। এই বিষয়ে রিউমর স্ক্যানার টিম ভিডিওটির সবকয়টি দৃশ্য পুরোনো বলে শনাক্ত করতে পেরেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ইউক্রেনীয় সৈন্যদের সোভিয়েতে তৈরি বিভিন্ন অস্ত্রের লাইভ ফায়ার প্রশিক্ষণ অনুশীলনের সময় ধারণকৃত বেশ কয়েকটি পুরোনো ভিডিও এর দৃশ্যকে একত্রিত করে তৈরিকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধক্ষেত্রের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: যুদ্ধের কী পরিস্থিতি, দেখুন যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. DVIDS – Video – JMTG-U Ukrainian BM-21 Rocket Launcher B-Roll
  2. RPG 対戦車ロケットランチャー
  3. Ukrainian Army’s Soviet Made Weapons 
  4. Lead in the air – live-fire exercise in Ukraine | Article | The United States Army
  5. Ukrainian Soldiers conduct mortar live-fire at IPSC | Article | The United States Army
  6. Ukrainian Soldiers conduct air assault training | Article | The United States Army

আরও পড়ুন

spot_img