দ. কোরিয়ার সামরিক বাহিনীর পুরোনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি “রাশিয়া আকাশ পথে আক্রমন করল ইউক্রেনকে। ইউক্রেনের মুসলমানদের সবাইকে হেফাজত করো” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

রাশিয়া
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেন-রাশিয়া সংঘাতকালীন সময়ের নয় বরং এটি ২০১৫ সালে প্রচারিত দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ফায়ারিং এক্সারসাইজের একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “AiirSource Military” নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বরে “South Korean Military In Action! Largest-ever, Massive Live Fire Exercise” শীর্ষক শিরোনামে প্রকাশিত ১৪ মিনিট ২৫ সেকেন্ড হতে ১৫ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত সাম্প্রতিক সময়ে টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৫ সালে অনুষ্ঠিত মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ ফায়ার এক্সারসাইজের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া কর্তৃক ইউক্রেনকে আকাশ পথে আক্রমন করার দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ ফায়ার এক্সারসাইজের একটি পুরোনো ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে রাশিয়ার-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া আকাশ পথে আক্রমন করল ইউক্রেনকে। ইউক্রেনের মুসলমানদের সবাইকে হেফাজত করো
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img