CGI-অ্যানিমেশন ভিডিওকে ইউক্রেন-রাশিয়া সংঘাতের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “রাশিয়া নতুন পদ্দতিতে হামলা করলো ইউক্রেন কে” শীর্ষক শিরোনামসহ ভিন্ন ভিন্ন শিরোনামে কিছু ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।


টিকটকে প্রচারিত ভিডিওগুলি দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওগুলো ইউক্রেন-রাশিয়ার সংঘাতের নয় বরং এগুলো সিজিআই-অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা ভিডিও।

প্রথম ভিডিও যাচাই

টিকটকে প্রচারিত প্রথম ভিডিওটিকে ‘রাশিয়া ইউক্রেনকে নতুন পদ্ধতিতে হামলা করেছে’ দাবিতে প্রচার করা হয়েছে।


ভিডিওটির বাম পাশে কোণায় থাকা জলছাপের সূত্র ধরে, “Dahir Semenov” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ জুন “Smart rockets” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে সাম্প্রতিক সময়ে টিকটকে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

দ্বিতীয় ভিডিও যাচাই

দ্বিতীয় ভিডিওটিতে ‘কি অস্ত্র তৈরি করলো রাশিয়া ইউক্রেন বাসি দের রক্ষা করুন’ দাবিতে প্রচার করা হয়েছে।

তবে ভিডিওটি একই ইউটিউব চ্যানেল “Dahir Semenov”- এ ২০১৬ সালের ২৪ মার্চ “Item #1” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ২ মিনিট ০৬ সেকেন্ড হতে ৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়।

তৃতীয় ভিডিও যাচাই

অ্যানিমেশন

রাশিয়ার যুদ্ধ বিমান ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি “Dahir Semenov” নামের উক্ত একই ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৩ জানুয়ারি “A new type of transport that can be built today.”(অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

মূলত, ভিডিওগুলো রাশিয়ান ইনভেন্টর এবং প্রকৌশলী দাহির সেমেনভ সিজিআই-অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন, যেগুলো তিনি পূর্বে বিভিন্ন সময়ে তার ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন। দাহির সেমেনভ কর্তৃক তৈরিকৃত পুরোনো ৩টি সিজিআই-অ্যানিমেশনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

এছাড়া, দাহির সেমেনভ এর ইউটিউব চ্যানেলটিতে এমন একাধিক অ্যানিমেশনের তৈরি ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, সিজিআই-অ্যানিমেশনের মাধ্যমে তৈরি বেশকিছু ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া নতুন পদ্দতিতে হামলা করলো ইউক্রেন কে
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Dahir Insaat: Умные ракеты.
  2. Изделие  №1
  3. Новый вид транспорта, который можно построить уже сегодня.

আরও পড়ুন

spot_img