স্থাপনা ধ্বংসের পুরোনো ভিডিওকে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তছনছ করে ফেলছে ইউক্রেনে রাজধানী রাশিয়ার রুশ সেনারা” শীর্ষক শিরোনাম সহ ভিন্ন ভিন্ন কিছু শিরোনামে স্থাপনা ধ্বংসের কিছু ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

Screenshot TikTok
Screenshot TikTok
Screenshot TikTok

টিকটকে প্রচারিত ভিডিওগুলি দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং বিভিন্ন সময়ে ভিন্ন দেশের স্থাপনা ধ্বংসের সময় ধারণকৃত বেশ কয়েকটি পুরোনো ভিডিও এর খণ্ডিত দৃশ্যকে একত্রিত করে তৈরি করা ভিডিও এটি।

প্রথম ভিডিও যাচাই

টিকটকের উক্ত ভিডিওটিতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনা কর্তৃক হামলার দাবিতে ৪টি ভিন্ন ভিডিওর ক্লিপ সংযুক্ত করে প্রচার করা হয়েছে।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “The Best Compilations” নামের একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ৩ ডিসেম্বরে “Construction Demolitions – Building Demolition Videos” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ১ মিনিট ০৩ সেকেন্ড হতে ২ মিনিট ০৪ সেকেন্ড পর্যন্ত টিকটকে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot The Best Compilations YouTube

দ্বিতীয় ভিডিও যাচাই

দ্বিতীয় ভিডিওটিতে রাশিয়ার বিল্ডিং ভেঙে পরার দাবি করে ৪টি ভিন্ন ভিডিওর ক্লিপ সংযুক্ত করে প্রচার করা হয়েছে।

ভিডিওর শুরুতে থাকা প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘businessinsider’ এর ওয়েবসাইটে ২০১৫ সালের ২০ এপ্রিলে “One of investors’ greatest fears about betting on China was just confirmed” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায় যার সাথে প্রচারিত ভিডিওর প্রথম অংশের দৃশ্যের হুবহু মিল রয়েছে।

এছাড়া, ‘AbbruchSchrotti’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারিতে “Sprengung 116 Meter Hochhaus (AfE-Turm) in Frankfurt am 02.02.2014 – Full HD, Zeitlupe & Opferkamera” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির দ্বিতীয় অংশের মিল খুঁজে পাওয়া যায়।

স্টক ভিডিও ওয়েবসাইট ‘Newsflare’ এ ২০১৬ সালের ১১ অক্টোবরে “Broadway Bridge, first attempt” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির তৃতীয় অংশের মিল খুঁজে পাওয়া যায়।

তাছাড়া, প্রচারিত ভিডিওর চতুর্থ অংশের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ‘HUFFPOST’ এর অনলাইন সংস্করনে ২০১৫ সালের ১২ অক্টোবরে “Glasgow’s Red Road Flats Demolished In Plans To Regenerate Communities” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে থাকা ছবির দৃশ্যর মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, Guradian News এর ইউটিউব চ্যানেলে একইদিনে প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

তৃতীয় ভিডিও যাচাই

Screenshot TikTok

ভেঙ্গে দিচ্ছে ইউক্রেনের বড় অফিসগুলো দাবিতে প্রচারিত ভিডিওটির স্থির চিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Machine Tube নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ০৩ আগস্টে “Extreme Fastest Building Demolition Compilation Construction Demolitions With Industrial Explosive” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ০৫ মিনিট ৩৯ সেকেন্ডের দৃশ্যর সঙ্গে টিকটকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

রাশিয়া
Screenshot Machine Tube YouTube channel

মূলত, আলোচিত ভিডিওগুলো বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেশে বিস্ফোরকের সহায়তায় স্থাপনা ভেঙ্গে ফেলার সময় ধারণ করা দৃশ্য। স্থাপনা ভেঙ্গে ফেলার সময়ে ধারণকৃত ভিডিও এর খণ্ডিত অংশকে একত্রিত করে তৈরি করা ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, পূর্বে বিভিন্ন স্থান ও সময়ে বিস্ফোরকের সহায়তায় স্থাপনা ভেঙ্গে ফেলার সময় ধারণ করা পুরোনো বেশ কয়েকটি দৃশ্যকে একত্রিত করে তৈরিকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তছনছ করে ফেলছে ইউক্রেনে রাজধানী রাশিয়ার রুশ সেনারা
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Construction Demolitions  – Building Demolition Videos
  2. One of investors’ greatest fears about betting on China was just confirmed 
  3. Sprengung 116 Meter Hochhaus (AfE-Turm) in Frankfurt am 02.02.2014 – Full HD, Zeitlupe & Opferkamera 
  4. Broadway Bridge, first attempt – Buy, Sell or Upload Video Content with Newsflare 
  5. Glasgow’s Red Road Flats Demolished In Plans To Regenerate Communities | HuffPost UK News 
  6. Red Road flats: Glasgow locals react to (almost) complete demolition
  7. Extreme Fastest Building Demolition Compilation   Construction Demolitions With Industrial Explosive

আরও পড়ুন

spot_img