ভিডিওটি ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্যের নয়

সম্প্রতি, “১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কতৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য নয় বরং এটি ১৯৯৯ সালে চেচনিয়ায় রাশিয়ার আগ্রসনকে কেন্দ্র করে নির্মিত একটি ফরাসি চলচ্চিত্রের ভিডিও চিত্র।

ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Jack Miller নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৮ এপ্রিলে “The Search – Russian troops seize Chechen village [eng sub] (DISTURBING CONTENT)” শিরোনামে প্রকাশিত একই ভিডিও দৃশ্য খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও থেকে প্রাপ্ত তথ্য নিয়ে কি-ওয়ার্ড সার্চ করার মাধ্যমে, Uzaydan Gelen Ses নামের একটি ইউটিউব চ্যানেলে The Search (2014) নামের সম্পূর্ণ চলচ্চিত্রটি খুঁজে পাওয়া যায়।(২) চলচ্চিত্রটি শুরু হওয়ার ৪ মিনিট পর থেকে দেখলে ১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, ১৯৯৯ সালের চেচেন যুদ্ধে চেচনিয়ায় রাশিয়ান আগ্রাসনকে কেন্দ্র করে ২০১৪ সালে ফরাসি ভাষায় নির্মিত The Search নামের একটি মুভির দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ‘১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কতৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, চেচনিয়ায় রাশিয়ার আগ্রাসনের গল্প অনেক পুরোনো। চেচেন এবং রাশিয়া সরকারের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক সংঘাত ১৯৯০ এর দশকে ঘটে। সোভিয়েত ইউনিয়ন বিচ্ছিন্ন হওয়ার পর চেচেনিয়া ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯৪ সালের শেষের দিকে প্রথম চেচেন যুদ্ধ শুরু হয় এবং দুই বছর যুদ্ধের পর রাশিয়া ঐ অঞ্চল থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ১৯৯৯ সালে পুনরায় যুদ্ধ শুরু হয় এবং পরের বছর রাশিয়ান নিরাপত্তা বাহিনী চেচনিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তা সমাপ্তি ঘটে।

ইউক্রেন
Screenshot from RFERL website

প্রসঙ্গত, ৯০ এর দশকে সার্বিয়া এবং বসনিয়ান সার্ব কর্তৃক বসনিয়ার মুসলিমদের ওপর নির্মম গণহত্যা চালানো হয়েছিলো।

Also Read: ভিডিওটি রাশিয়া-ন্যাটো সংঘর্ষের নয়, এটি নিউইয়র্কে হোটেল ধ্বংসের পুরোনো ভিডিও

সুতরাং, চেচনিয়ায় রাশিয়ার আগ্রাসন নিয়ে নির্মিত ফরাসি একটি চলচ্চিত্রের ভিডিও চিত্রকে সাম্প্রতিক সময়ে ‘১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কর্তৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য’ দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ১৯৯৯ সালে ইউক্রেনের সেনা কতৃক বসনিয়ার মুসলমানদের হত্যার দৃশ্য
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. The Search – Russian troops seize Chechen village [eng sub] (DISTURBING CONTENT) 
  2. Arayış The Search 2014 DVDRip Türkçe Dublaj English subtitles 
  3. Russia: Chechen Official Puts War Death Toll At 160,000 
  4. Bosnia’s Srebrenica massacre 25 years on – in pictures – BBC News

আরও পড়ুন

spot_img