জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবাদের ভিডিওকে ইউক্রেনে নকল মৃতদেহ দেখানোর দাবিতে প্রচার

সম্প্রতি “রাশিয়ার হাতে প্রচুর বেসামরিক লোক হতাহত হচ্ছে তা প্রচারের জন্য জীবন্ত লোক দিয়ে শ্যুটিং এর সময় এক লাশ কাপড় তুলে দেখতে চাইলো একশান শেষ হয়েছি কিনা।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইউক্রেনে ভুয়া লাশ দেখানোর জন্য কোন শুটিং এর নয় বরং এটি অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হওয়া এক Climate Protest এর ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, অস্ট্রিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘OE24.TV এর ইউটিউব চ্যানেলে গত ৪ ফেব্রুয়ারিতে “Wien: Demo gegen Klimapolitik(অনুবাদ: Vienna: Demo against climate policy)” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করার মাধ্যমে, OE24 এর ওয়েবসাইটেও গত ৪ ফেব্রুয়ারি একই শিরোনামে একই ভিডিও প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে প্রতিবেদক বলছেন যে, ‘আন্দোলনকারীরা জলবায়ু পরিবর্তন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং এই নীতিগুলোর কারণে মানুষ মারা যেতে পারে বিষয়টি তুলে ধরতে তারা মৃত মানুষের প্রতিনিধিত্ব করতে শুয়ে ছিলেন’।

প্রতিবাদ
Screenshot OE24 website

অর্থাৎ, ভিডিওটি অস্ট্রিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবাদের।

মূলত, অস্ট্রিয়ার ভিয়েনায় জলবায়ু পরিবর্তন নীতির বিরুদ্ধে চলাকালীন আন্দোলনে জলবায়ু পরিবর্তন নীতির ফলে মানুষের মৃত্যুবরণের বিষয়টি উপস্থাপনের জন্য মৃত মানুষের ন্যায় শুয়ে থাকার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়ার হামলায় ইউক্রেনে ভুয়া লাশ দেখানোর জন্য শুটিং এর ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া, এর আগে একই ভিডিওটি গত ফেব্রুয়ারিতে কোভিড -১৯ এর ভুয়া মৃত্যু বোঝাতে প্রচার করা হয়েছিলো। সেসময় AP, Politifact, USA Today সহ অনেকেই বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, অস্ট্রিয়ায় অনুষ্ঠিত জলবায়ু কেন্দ্রিক প্রতিবাদের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে মৃত লাশ দেখানোর শুটিং দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়ার হাতে প্রচুর বেসামরিক লোক হতাহত হচ্ছে তা প্রচারের জন্য জীবন্ত লোক দিয়ে শ্যুটিং এর সময় এক লাশ কাপড় তুলে দেখতে চাইলো একশান শেষ হয়েছি কিনা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Wien: Demo gegen Klimapolitik
  2. https://www.oe24.at/video/news/wien-demo-gegen-klimapolitik/509553935

আরও পড়ুন

spot_img