তুরস্কে গত ০৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের ঘটনা পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান তার অর্ধেক সম্পত্তি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এরদোয়ান তার অর্ধেক সম্পত্তি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই এরদোয়ানকে উদ্ধৃত করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব) অফিশিয়াল সামাজিক অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তুরস্কের প্রেসিডেন্টের ‘Presidency Of The Republic Of Turkey’ নামে একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। সাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রেসিডেন্টের নিয়মিত কার্যক্রমের আপডেট এই সাইটে দেওয়া হয়ে থাকে। এই ওয়েবসাইটেও কিওয়ার্ড সার্চ করে উক্ত বিষয়ে কোনো তথ্য মেলেনি। একইসাথে ওয়েবসাইটে উল্লিখিত সামাজিক অ্যাকাউন্টগুলো (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব) পর্যবেক্ষণ করে এরদোয়ানের সম্পত্তি দান বিষয়ক কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, এরদোয়ান তার সম্পত্তির অর্ধেকই দান করে দিয়েছেন শীর্ষক কোনো তথ্য তার সামাজিক মাধ্যমে থাকা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং প্রেসিডেন্টের ওয়েবসাইট ও অ্যাকাউন্টগুলোতে প্রকাশিত হয়নি।
পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে আমরা ছড়িয়ে পড়া পোস্টগুলোর সূত্রপাত খোঁজার চেষ্টা করেছি। এডভান্স এবং ম্যানুয়াল টুল ব্যবহার করে আমরা দেখেছি, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে ‘উসমান গাজী বাংলা’ নামক একটি ফেসবুক পেজে এ বিষয়ে প্রথম পোস্ট করা হয়। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
তবে আলোচিত তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি পোস্টে।
পোস্টটি প্রকাশিত হওয়ার তারিখের সূত্র ধরে ভূমিকম্প যেদিন ঘটে সেদিন (৬ ফেব্রুয়ারি) থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্কের গণমাধ্যমে এরদোয়ান সংশ্লিষ্ট খবরগুলো পড়ে দেখেছি আমরা। এক্ষেত্রে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘Anadolu Agency‘ এবং দেশটির আরেক সংবাদমাধ্যম ‘A Haber‘ এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে ‘উসমান গাজী বাংলা’ নামক একটি ফেসবুক পেজের এডমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানার টিমকে জানান, “আমাদের পেজের একজন এডিটর এই পোস্টটি পাবলিশ করেছেন। তিনি বলছেন, তার কাছে নির্ভরযোগ্য কোনো সোর্স নেই, তবে শুনেছেন। তুর্কিশ কোনো গণমাধ্যমে এইধরণের কোনো সংবাদ আসেনি। খুব দুঃখ প্রকাশ করছি এই ধরণের পোস্ট পাবলিশ করার জন্য। পোস্টটি ডিলিট করে পুনরায় আরেকটি পোস্টের মাধ্যমে অডিয়েন্সকে অবহিত করা হবে।”
তিনি বলছেন, “আমি পোস্টটি সম্পর্কে অবগত ছিলাম না। এখন নির্ভরযোগ্য অফিসিয়াল সোর্স না থাকায় বিষয়টা গুজবের মতো হয়ে গেলো। ভবিষ্যতে এই ধরণের পোস্ট করা থেকে সবাইকে বিরত থাকতে বলেছি।”
পরবর্তীতে পেজ থেকে আলোচিত পোস্টটি প্রথমে এডিট করে “এই সংবাদটির কোনো অফিসিয়াল সোর্স নেই” শীর্ষক তথ্য যুক্ত করা হলেও এর কিছুক্ষণ পর পোস্টটি সরিয়ে ফেলা হয় পেজ থেকে।
কিন্তু ইতোমধ্যে পোস্টটি সামাজিক মাধ্যমের বিভিন্ন পেজ, অ্যাকাউন্ট ও গ্রুপে কপি-পেস্ট হয়ে ছড়িয়ে পড়েছে।
অর্থাৎ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য ছড়ানো হয়েছে।
মূলত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এর প্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার অর্ধেক সম্পত্তি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, এ সংক্রান্ত কোনো সংবাদ তুরস্কের গণমাধ্যমে আসেনি। তাছাড়া, এ বিষয়ে প্রথম পোস্টদাতা পেজ থেকেও তথ্যটির কোনো সূত্র নেই বলে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার অর্ধেক সম্পদ দান করেছেন শীর্ষক সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য ফেসবুকে ছড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পকে কেন্দ্র করে একাধিক গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, তুরস্কে ভূমিকম্পকে কেন্দ্র করে “তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তার অর্ধেক সম্পত্তি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেছেন” শীর্ষক একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner own analysis
- Statement from উসমান গাজী বাংলা
- Anadolu Agency: Website analysis
- A Haber: Website analysis