সাম্প্রতিক সময়ে সাবেক এক ছাত্রলীগ নেতার ভাগ্নের খেলনা হাতকড়া পরিহিত প্রতীকী একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আওয়ামী লীগ কর্মী পিতাকে না পেয়ে পুলিশ ওই শিশুকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করেছে’ এমন দাবিসহ বিভিন্ন দাবিতে প্রচার করা হয়। এর প্রেক্ষিতে সেসময় রিউমর স্ক্যানার একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করে। তবে সম্প্রতি, গ্রেফতারকৃত সেই তিন বছরের শিশু কারাগারে মৃত্যুবরণ করেছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কথিত গ্রেফতারকৃত তিন বছরের শিশুর কারাগারে মারা যাওয়া সংক্রান্ত দাবিটি সঠিক নয় বরং, ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এ সংক্রান্ত দাবিতে প্রচার হওয়া আলোচিত পোস্টগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে দেখা যায়, পোস্টটির মন্তব্যের ঘরে আলোচিত তথ্যের বিস্তারিত বিবরণী থাকার দাবি করা হয়। পোস্টটির মন্তব্যের ঘর পর্যালোচনা করে সূত্র হিসেবে উপস্থাপিত একটি লিংকের সন্ধান পাওয়া যায়।
উক্ত লিংকে প্রবেশের পর একটি ব্লগপোস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। যেখানে ‘পিতা আওয়ামী লীগ করায় পিতা না পেয়ে তিন বছরের শিশুকে গ্রেফতার, এই সপ্তাহেই কারাগারে মৃত্যুবরণ’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ১২ এপ্রিল ২০২৫ উল্লেখ রয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, গত সোমবার (প্রতিবেদন প্রকাশের তারিখ বিবেচনায় ৭ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখানে স্থানীয় আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেনকে খুঁজে না পেয়ে পুলিশ তার শিশু পুত্র সন্তানকে আটক করে। প্রাথমিকভাবে পুলিশ শিশুটিকে “অস্থায়ী হেফাজতে” রাখার কথা বললেও, বাস্তবে তাকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয় এবং যেখানে বৃহস্পতিবার অর্থাৎ, ১০ এপ্রিল সকালে শিশুটি মারা যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলেছেন বলেও প্রতিবেদনটিতে বলা হয়।
উক্ত প্রতিবেদনে ব্যবহৃত হাতকড়া পরিহিত শিশুর ছবিটির বিষয়ে রিউমর স্ক্যানার পূর্বেই একটি ফ্যাক্টচেক প্রকাশ করে। তাতে উল্লেখ করা হয় যে এই ছবিটি বাস্তব নয়। অর্থাৎ, তাকে গ্রেফতার করা হয়নি। এটি একটি খেলনা হাতকড়া।
পরবর্তী অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্য কোনো সূত্রে সম্প্রতি কারাগারে কোনো শিশু মারা যাওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাজনৈতিক অপতথ্য প্রচারে ব্লগস্পটের ফ্রি ডোমেইন কীভাবে কাজ করছে তা নিয়ে রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিটের প্রতিবেদন দেখুন এখানে।
সুতরাং, কথিত গ্রেফতারকৃত তিন বছরের শিশু কারাগারে মৃত্যুবরণ করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।