সম্প্রতি, ‘Ronaldo Playing Cricket’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরূপ ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
টিকটকে একই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচ্য ভিডিওটি ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাটিং করার কোনো দৃশ্যের নয় বরং এটি ২০২২ সালের ২৩শে জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত ভাইটালিটি ব্লাস্ট টি টুয়েন্টি লিগে ইংলিশ ক্রিকেটার টম বেনটনের ব্যাটিংয়ের ভিডিও।
আলোচ্য ভিডিওর কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ২০২২ সালের ২ জুলাই “Ridiculous shot by Tom banton” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও, ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি টম বেনটনের ব্যাটিংয়ের ভিডিও।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, Vitality Blast এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ২৪ জুন পোস্টকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর ১.১৪ মিনিট থেকে ১.২০ সেকেন্ড অংশে আলোচ্য ভিডিওর সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও, ভিডিওর নিচের অংশে প্রদর্শিত স্কোরকার্ড এবং ভিডিওর ক্যাপশন থেকে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ভিডিওটি টম বেনটনের ব্যাটিংয়ের ভিডিও।
অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে, উক্ত ম্যাচের স্কোরকার্ড অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট cricinfo এর তথ্যমতে, ২০২২ সালের ২৩ জুন ভাইটালিটি ব্লাস্ট টি টুয়েন্টি লিগের হ্যাম্পশায়ার বনাম সমারসেটের ম্যাচে হ্যাম্পশায়ারের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সমারসেট। সমারসেটের ব্যাটসম্যান টম বেনটন সেই ম্যাচে ৩৮ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন।
মূলত, ২০২২ সালের ২৩শে জুন ভাইটালিটি ব্লাস্ট টি টুয়েন্টি লিগে ইংলিশ ক্রিকেটার টম বেনটন ৩৮ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। সাম্প্রতিক সময়ে তার সেই ম্যাচের ভিডিও ক্লিপের একটি দৃশ্যকে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাটিংয়ে ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও ক্রিস্টিয়ানো রোনালদোকেজড়িয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ইংলিশ ক্রিকেটার টম বেনটনের ব্যাটিংয়ের ভিডিওকে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাটিংয়ের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- YouTube: “Ridiculous shot by Tom banton”
- Facebook Page: Vitality Blast
- cricinfo: HANTS vs SOM
- Rumor Scanner’s own analysis.