এটি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক টি এম জোবায়েরের ছবি নয়

গত ০৬ অক্টোবর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (২০১৮ সালের ৩১ জুলাই থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই পদে ছিলেন) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এর প্রেক্ষিতে কতিপয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদে টি এম জোবায়ের দাবিতে এক ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন জনকণ্ঠ (ফেসবুক), ভোরের কাগজ, বার্তা বাজার। 

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমে উক্ত ব্যক্তিকে টি এম জোবায়ের দাবি করায় সার্চ ইঞ্জিন গুগলেও উক্ত ছবিটি টি এম জোবায়েরের দাবিতে প্রদর্শিত হচ্ছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টি এম জোবায়ের দাবিতে প্রচারিত ছবিটি তার নয় বরং, প্রচারিত ছবিটি এনএসআইয়ের আরেক সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের, যিনি গত এপ্রিল থেকে মধ্য আগস্ট পর্যন্ত এই পদে ছিলেন।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক নিউ এজ এর ওয়েবসাইটে গত ০২ এপ্রিল “NSI gets new DG” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থাকা ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

Image Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি এনএসআই এর সদ্য সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের। এমনকি তার পোশাকে থাকা নেমপ্লেটে ‘মোরশেদ’ লেখা রয়েছে। 

পরবর্তীতে অনুসন্ধানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েবসাইটেও একই ছবি পাওয়া যায়। এখানেও উক্ত ব্যক্তিকে মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ বলে উল্লেখ করা হয়েছে।

Screenshot: National Defence College 

অর্থাৎ, ছবিটি টি এম জোবায়েরের নয়। 

উল্লেখ্য, টি এম জোবায়েরের পর এনএসআইয়ের মহাপরিচালকে পদে আসেন মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ। গত ০২ এপ্রিল তিনি এই পদে নিয়োগ পান। গত ১৩ আগস্ট তার   স্থলাভিষিক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। 

সুতরাং, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদকে সংস্থাটির আরেক সাবেক মহাপরিচালক অব. মেজর জেনারেল টি এম জোবায়ের দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img