গত ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের সুগন্ধা সৈকতের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ করার একটি প্রস্তাব করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশ দেয় সেদিন। পরবর্তীতে এ বিষয়ে নানা মাধ্যমে সমালোচনা দেখা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি আলোচিত সুগন্ধা বিচেই তোলা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি কক্সবাজারের সুগন্ধা বিচে নয় বরং ২০২২ সালে সেন্টমার্টিনে তোলা হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ০২ জানুয়ারি Rishi Kabbo নামে একটি পেজ থেকে “The Daughter Of Oceanus” নামে একটি অ্যালবামে এক নারীর একাধিক ছবি প্রকাশ করতে দেখা যায়৷ এসব ছবির মধ্যে আলোচিত ছবিটিও পাওয়া যায়৷
তবে ছবি বা অ্যালবাম থেকে ছবিগুলো তোলার স্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়নি৷
তবে গত ২০ ফেব্রুয়ারি একই পেজ থেকে ছবিগুলো আবার প্রকাশ করা হয়। এই পোস্টের কমেন্ট সেকশনে পেজের এডমিন (যিনি ছবিগুলোর ফটোগ্রাফার) লিখেছেন, “এই এল্বাম শুট করসিলাম দু হাজার বাইশ এর ডিসেম্বরে। তেইশ এর জানুয়ারিতে আপলোড ও করসিলাম। কিন্তু এইবার সমুদ্রে ছবি তোলার পর হটাৎ করর মনে হইলো আগের ছবি গুলার লাইট আরো ঠিকঠাক করা উচিত। তারপর গত এক মাস ধইরা এই এলবাম এর লাইট কালার চেঞ্জ করসি।” (বানান অপরিবর্তিত)
একই পোস্টের কমেন্টে সুমাইয়া অনন্যা নামে এক নারী নিজেকে ছবিগুলোর মডেল বলে জানান। আমরা তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে ২০২৩ সালের ০৩ জানুয়ারি একই ছবিই পোস্ট করতে দেখেছি।
ছবিটির লোকেশন সম্পর্কে নিশ্চিত হতে আমরা শুরুতে রিশি কাব্য পেজের এডমিনের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদের স্থান সম্পর্কে জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে এটি নিশ্চিত করেন যে, ছবিটি সুগন্ধা বিচে তোলা হয়নি৷
পরবর্তীতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে সুমাইয়া অনন্যার সাথে কথা বলেছি আমরা। তিনি বলছিলেন, “এটা ২০২২ এর ছবি, সেন্টমার্টিনে অফ সিজনে তোলা। তাও মানুষের বসবাস করে এমন জায়গা থেকে বহু দূরে গিয়ে তুলছিলাম।”
আমরা ওপেন সোর্স অনুসন্ধানেও একই স্থানে (সেন্টমার্টিন) তোলা একাধিক ব্যক্তির ছবি পেয়েছি।
মূলত, গত ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের সুগন্ধা সৈকতের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ করার একটি প্রস্তাব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে কক্সবাজারের জেলা প্রশাসককে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়। পরবর্তীতে এ বিষয়ে নানা মাধ্যমে সমালোচনা দেখা গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি আলোচিত সেই সুগন্ধা বিচেই তোলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুগন্ধা বিচ নয়, ছবিটি তোলা হয়েছিল সেন্টমার্টিনে যা ছবিটির মডেলই রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নতুন এক চিঠিতে আজ জানিয়েছে, পূর্বে পাঠানো (১৯ ফেব্রুয়ারি) নির্দেশনার ওপর কোনও ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একইসঙ্গে পূর্বে পাঠানো পত্রটি বাতিল হলো। অর্থাৎ, সুগন্ধা বিচের নাম পরিবর্তন হচ্ছে না।
সুতরাং, সেন্টমার্টিনে তোলা এক নারীর ছবিকে কক্সবাজারের সুগন্ধা বিচে তোলা ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rishi Kabbo: The Daughter Of Oceanus.
- Statement from Rishi Kabbo
- Statement from Sumaiya Ananna
- Rumor Scanner’s own investigation