সম্প্রতি, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি মিলারের ছবি দাবিতে ফেসবুকে এক ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি মিলার দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি তার নয় বরং ছবিটি একই নামের ভিন্ন এক ব্যক্তির।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে DISTANCE-EDUCATOR নামে শিক্ষা বিষয়ক একটি প্লাটফর্মের ওয়েবসাইটে ২০১৩ সালে ‘ REVIEW OF HANDBOOK OF DISTANCE EDUCATION: THIRD EDITION BY DR. GARY MILLER, EXECUTIVE DIRECTOR EMERITUS OF THE PENN STATE WORLD CAMPUS‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি বিশ্লেষণ করে জানা যায়, ছবিতে থাকা ব্যক্তিটির নাম ড. গ্যারি ই মিলার। তিনি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে আউটরিচের সহযোগী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির Continuing and Distance Education-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৭ সালের জুন মাসে তিনি অবসর গ্রহণ করেন।
অর্থাৎ, ছবির ব্যক্তির নাম আলোচিত দাবির সাথে মিললেও তার পরিচয় মিলছে না৷
পরবর্তীতে আলোচ্য দাবিতে প্রচারিত পোস্টগুলোতে থাকা অধ্যাপক গ্যারি মিলারের গল্প অনুযায়ী কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘ Islam Hashtag ‘ নামক একটি ওয়েবসাইটে ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ‘ Dr Gary Miller and his journey to Islam ‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ইসলাম গ্রহণ করা অধ্যাপক ড. গ্যারি মিলারের ছবি যুক্ত করা আছে এবং তার ইসলাম গ্রহনের ঘটনাটি বর্ণনা করা হয়েছে। যার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পরিচয়ের মিল পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, অধ্যাপক গ্যারি মিলার একজন গণিতবিদ এবং একজন ধর্মতত্ত্ববিদ। তিনি তাঁর জীবনের একটি নির্দিষ্ট সময়ে খ্রিস্টান মিশনারির কাজে সক্রিয় ছিলেন এবং বাইবেলে নানান রকম অসঙ্গতি আবিষ্কার করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে কুরআন শরীফেও সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকতে পারে ভেবে তিনি কুরআন পাঠ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি মুসলিম হন এবং তারপর থেকে ইসলাম নিয়ে বিভিন্ন সময়ে রেডিও কিংবা টেলিভিশনে বক্তব্য দিয়েছেন।
পরবর্তীতে অনুসন্ধানে ‘Ibn e adam speaks’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘Dr.Gary Miller Revert to Islam | jawad speaks | prof dr. gary miller‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটিতেও গ্যারি মিলারের যে ছবি পাওয়া যায় তার সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবিটির কোনো প্রকার মিল খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি এই বিষয়ে ‘ THE ISLAMIC INFORMATION’ নামক ওয়েবসাইটে ২০২০ সালের ১১ জানুয়ারি ‘Mathematician, Gary Miller Who Tried to Prove Quran Wrong, Accepted Islam‘ শিরোনামে প্রকাশিত আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে ইসলাম গ্রহণকারী কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি মিলারের ছবি যুক্ত করা আছে। তবে, এই গ্যারি মিলারের ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত পোস্টে দাবিকৃত গ্যারি মিলারের ছবির সাথে কোনো মিল পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি মিলারের ছবি দাবিতে ফেসবুকে এক ব্যক্তির ছবি প্রচার করা হচ্ছে। দাবি করা করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ইসলাম গ্রহণকারী অধ্যাপক গ্যারি মিলারের নয়। প্রকৃতপক্ষে, ড. গ্যারি মিলার নামে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একজন গবেষকের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। কিন্তু ইসলাম গ্রহণকারী গ্যারি মিলার ভিন্ন একজন ব্যক্তি। যিনি একজন গণিত এবং ধর্মতত্ত্ববিদ।
সুতরাং, ইসলাম ধর্ম গ্রহণকারী গ্যারি মিলারের ছবি দাবিতে ড. গ্যারি মিলার নামে ভিন্ন এক ব্যক্তির ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DISTANCE -EDUCATOR :REVIEW OF HANDBOOK OF DISTANCE EDUCATION: THIRD EDITION BY DR. GARY MILLER, EXECUTIVE DIRECTOR EMERITUS OF THE PENN STATE WORLD CAMPUS
- Islam Hashtag : Dr Gary Miller and his journey to Islam
- Ibn e adam speaks : Dr.Gary Miller Revert to Islam | jawad speaks | prof dr. gary miller
- THE ISLAMIC INFORMATION : Mathematician, Gary Miller Who Tried to Prove Quran Wrong, Accepted Islam