সম্প্রতি, “রাজধানীতে আজ থেকেই মিষ্টির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা”- শীর্ষক শিরোনামে বা তথ্যে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে মিষ্টির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা শীর্ষক দাবিতে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রচারের তারিখ ০২ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে।
আরটিভির লোগো এবং প্রচারের তারিখ সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে (১, ২) গত ০২ আগস্ট এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও আলোচ্য দাবি সমর্থিত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।
পাশাপাশি, অন্যকোনো গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পদত্যাগের এক দফা দাবির প্রেক্ষিতে “রাজধানীতে আজ থেকেই মিষ্টির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা”- শীর্ষক শিরোনামে বা তথ্যে আরটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আরটিভি এমনকোনো তথ্যে বা শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি।
সুতরাং, রাজধানীতে মিষ্টির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা শীর্ষক শিরোনামে বা তথ্যে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rtv- Facebook Page (1, 2)
- Rtv- Website
- Rtv- Youtube Channel
- Rumor Scanner’s Own Analysis