বাংলাদেশ আওয়ামী লীগের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবির কর্মসূচির মধ্যে গত ০৪ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের “জরুরী বার্তা” শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে লিখা রয়েছে, প্রিয় বঙ্গবন্ধুর সৈনিকগন, স্বাধীনতার স্বপক্ষের আওয়ামী লীগ সরকার পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত রাখার জন্য আপনাদের অনেক নেতা এখন বিদেশে অবস্থান করছেন। আপনারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখুন। নেতাদের ফোনে না পেলে ভয় পাবেন না। আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনাদের ত্যাগ মনে রাখা হবে। দলের প্রয়োজনে আপনাদের কেউ শহীদ সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা এবং আহত হলে আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

ভুয়া বিজ্ঞপ্তি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ গত ০৪ আগস্ট দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে এমন কোনো জরুরী বার্তা দেয়নি বরং আওয়ামী লীগের প্যাডের ডিজাইন নকল করে আলোচিত বিজ্ঞপ্তিটি বানানো হয়েছে। 

অনুসন্ধানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।  

পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো বার্তার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ আওয়ামী লীগের জরুরী বার্তা দাবিতে গত ০৪ আগস্ট ইন্টারনেটে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।

তথ্যসূত্র

  • Bangladesh Awami League- Facebook Page 
  • Bangladesh Awami League- Media Cell
  • Bangladesh Awami League- Website 
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img