বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গণভবন ছেড়ে যাওয়ার পরপরই সাধারণ জনতা গণভবনে ঢুকে পড়ে। এরই প্রেক্ষিতে ইন্টারনেটে গণভবনের ভেতরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কোনো কোনো পোস্টে এটিকে ডিজিএফআইয়ের আয়নাঘর হিসেবে দাবি করা হয়েছে৷
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউব ভিডিও এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি গণভবন, ডিজিএফআইয়ের আয়নাঘর কিংবা বাংলাদেশ কোনো দৃশ্য নয় বরং ফ্রান্সের প্যারিসের ‘ক্যাটাকম্বস’ নামে সমাধি টানেলের এই দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে টিকটকে গত ১৭ জুন প্রকাশিত এক ভিডিওতে আলোচিত দৃশ্যটির দেখা মেলে, যাতে বলা হয় এটি প্যারিসের একটি টানেলের দৃশ্য।
ইউটিউবের একটি পুরোনো ভিডিওতেও একই স্থানের দৃশ্য প্রচার করা হয়েছে। জানা যাচ্ছে, এই টানেলে অসংখ্য মানুষের দেহাবশেষ রয়েছে। এটি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রয়েছে।
সুতরাং, গণভবনের/ডিজিএফআইয়ের আয়নাঘরের দৃশ্য দাবিতে ফ্রান্সের টানেলের ফুটেজ প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Tiktok: Video
- Rumor Scanner’s own analysis