বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি শেখ হাসিনা কর্তৃক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষরের ছবি নয় বরং গত ০৭ জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে উপস্থিত হলে তিনি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার দৃশ্য এটি। বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজেই গত ০৭ জুলাই ছবিটি প্রকাশ করা হয়। এছাড়া, শেখ হাসিনার গত ০৫ আগস্টের এক্টিভিটি সংক্রান্ত কোনো স্পষ্ট স্থিরচিত্র এখনও প্রকাশ্যে আসেনি।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনার ছবিকে শেখ হাসিনা কর্তৃক পদত্যাগপত্রে স্বাক্ষরের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Bangladesh Army: Facebook Post
- Rumor Scanner’s own analysis