সম্প্রতি, “দীর্ঘ পাঁচ ঘন্টা যাবৎ কলকাতায় আওয়ামীলীগের উচ্চপদস্থ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং শেষে দিল্লির উদ্দেশ্যে এয়ারপোর্টে রওনা হচ্ছেন আওয়ামী লীগের বর্তমান প্রাণ ভোমরা.. সায়মা ওয়াজেদ পুতুল” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের ভিডিও দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে সায়মা ওয়াজেদ পুতুলের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০ অক্টোবর ভারতীয় একজন ভ্লগার তার ইউটিউব চ্যানেলে কলকাতার রাতের দৃশ্যের একটি ভিডিও প্রকাশ করেন। উক্ত ভিডিওর কিছু অংশকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে Rudranil Bhaumik নামের একটি ইউটিউব চ্যানেলে ২০ অক্টোবর প্রচারিত একটি ভিডিওর ৮ মিনিট ৪০ সেকেন্ড সময় থেকে ৯ মিনিট ৪৫ সেকেন্ড সময়ের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

রূদ্রনীল ভৌমিক একজন ভ্লগার। কালকাতার এই তরুণ তার এই ভিডিওতে দিওয়ালির সময় কলকাতার রাতের দৃশ্য দেখিয়েছেন। ভিডিওটির লিংক তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেছেন৷
অর্থাৎ, এই ভিডিওর সাথে সায়মা ওয়াজেদ পুতুলের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, দিল্লির উদ্দেশ্যে পুতুলের এয়ারপোর্টে রওনার দৃশ্য দাবিতে ট্রাভেল ভ্লগ ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rudranil Bhaumik: YouTube Video