কুমিল্লা নামে বিভাগ প্রসঙ্গে সারজিস আলমকে জড়িয়ে একাত্তর টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নের দাবি নানাসময়ে চলে আসছে, যা সম্প্রতি আবারও গতি পেয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, “এবার কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার দাবী জানালেন সমন্নয়ক সারজিস আলম। একাত্তরকে সারজিস আলম” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “এবার কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার দাবী জানালেন সমন্নয়ক সারজিস আলম। একাত্তরকে সারজিস আলম” শীর্ষক তথ্যে বা শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, সারজিস আলমও সম্প্রতি এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একাত্তর টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২০ অক্টোবর উল্লেখ রয়েছে। 

একাত্তর টিভির লোগোর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও একাত্তর টিভির ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, গত ২০ অক্টোবরে “প্রয়োজনে ৬৪ জেলায় এনসিপির শাপলার জন্যে রাজপথে নামবে ছাত্র জনতা | একাত্তরকে সারজিস আলম” শীর্ষক শিরোনামে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘প্রয়োজনে ৬৪ জেলায় এনসিপির শাপলার জন্যে রাজপথে নামবে ছাত্র জনতা’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘এবার কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার দাবী জানালেন সমন্নয়ক সারজিস আলম’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। এছাড়া, ফন্টেও অমিল রয়েছে এবং সারজিস আলমের ছবির ডানপাশে নিচের কোণায় কুমিল্লা লেখা সম্বলিত একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

Photocard Comparison by Rumor Scanner 

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, এনসিপি তাদের দলীয় প্রতীক হিসেবে অনেকদিন ধরেই শাপলা প্রতীক চেয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত শাপলা প্রতীক এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি সারজিস আলমের পক্ষ থেকে কুমিল্লাকে বিভাগ বানানোর দাবি উত্থাপনের কোনো প্রত্যক্ষ প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

সুতরাং, “এবার কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করার দাবী জানালেন সমন্নয়ক সারজিস আলম। একাত্তরকে সারজিস আলম” শীর্ষক দাবিতে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img