গত ১২ সেপ্টেম্বর থেকে ‘এই মুহূর্তে ১২/১০/২৫ সময় ১০/৪৪ মিনিট রাতের ঢাকার রাজপথে এই মুহূর্তে ঢাকায় মহিলা লীগের মিছিল।’ ক্যাপশনে একটি মিছিলের ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকায় বাংলাদেশ যুব মহিলা লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি ঢাকায় অনুষ্ঠিত কোনো মিছিলেরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ফরিদপুরে আয়োজিত ফরিদপুর জেলা যুব মহিলা লীগের মিছিলকে সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে S.m Tusher Ahamed নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০২ জুলাই ‘যুব মহিলা লীগের আনন্দ মিছিল (Jubo mohilalig er annodo missil)’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:৫৯ থেকে ০১:২৫ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণার পর ফরিদপুর জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ফরিদপুর জেলা যুব মহিলা লীগের ফরিদপুরে আয়োজিত আনন্দ মিছিলের দৃশ্য।
পরবর্তীতে, ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখসানা আহমেদ মেহেবীর ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ০১ জুন প্রকাশিত পোস্টে সংযুক্ত ছবি ও ক্যাপশন থেকেও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ঢাকায় বাংলাদেশ যুব মহিলা লীগের মিছিলের ভিডিও দাবিতে ২০২৩ সালের ফরিদপুরে যুব মহিলা লীগের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- S.m Tusher Ahamed – যুব মহিলা লীগের আনন্দ মিছিল (Jubo mohilalig er annodo missil)
- রুখসানা আহমেদ মেহেবী – Facebook Post