সম্প্রতি, ‘বিএনপি নেতা ফখরুলকে কুপিয়ে হত্যা’ দাবিতে একটি ভিডিও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার হতে দেখা যায়।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিওটি ৮০ হাজার ৭৭১ ভিউ হয়েছে। এছাড়া পোস্টটিতে ১৫৪৮ জন প্রতিক্রিয়া জানিয়েছেন, ২০ টি মন্তব্য করা হয়েছে এবং ভিডিওটি ১১৫ বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কুপিয়ে হত্যার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এবং ভিন্ন ঘটনার সংবাদের ভিত্তিতে চ্যানেল২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত পাঁচটি প্রতিবেদন পাঠের মাধ্যমে একটি ভিডিও তৈরি করে এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একজন উপস্থাপক কয়েকটি সংবাদ পাঠ করছেন। পাঠিত সংবাদের সূত্রে অনুসন্ধানে, সবগুলো প্রতিবেদন বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর ওয়েবসাইটে পাওয়া গেছে।
শুরুতে ‘জবি ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার’ শিরোনামের একটি প্রতিবেদন পাঠ করা হয়। এরপর পর্যায়ক্রমে পাঠ করা হয় ‘জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ’, ‘অসংখ্য মূল্যবান স্যাম্পল পণ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে: বিজিএমইএ’, ‘আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট’ এবং সর্বশেষ ‘চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির বাড়তি মাশুল স্থগিত’ শিরোনামের প্রতিবেদন।
তবে, কোথাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কুপিয়ে হত্যা সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য উপস্থাপন করতে শোনা যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘বিএনপি নেতা ফখরুলকে কুপিয়ে হত্যা’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24- জবি ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- Channel 24- জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
- Channel 24- অসংখ্য মূল্যবান স্যাম্পল পণ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে : বিজিএমইএ
- Channel 24- আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট
- Channel 24- চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির বাড়তি মাশুল স্থগিত