সম্প্রতি, “দেখুন কিভাবে নকল ডিম তৈরি করা হচ্ছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নকল ডিম তৈরির ভিডিও নয় বরং এটি ভারতের ‘পেঠা’ নামক মিষ্টান্ন তৈরির ভিডিও।
ভিডিওটির কি-ফ্রেম থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ২৭ জানুয়ারি ‘Thefoodiebae’ নামের ফেসবুক পেজে “Bulk Level Making of Petha – Cheapest Indian Sweet” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে নকল ডিম তৈরির ভিডিও দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়া, গত জানুয়ারি ২৯ তারিখ ‘Thefoodiebae’ এর ফেসবুক পেজে “Anguri Petha Aise Banta Hai #Sweet #petha” শীর্ষক শিরোনামে একই ভিডিও রিল হিসেবে প্রকাশিত হয়।
তাছাড়া ‘The Street Menu’ নামক ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বর ২০২২ এ “World’s Largest Factory Making Petha in Bulk | WorldFood” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওতেও একই পদ্ধতিতে ভারতীয় ‘পেঠা’ তৈরি করতে দেখা যায়।
অর্থাৎ, এটি ভারতের মুখরোচক খাবার পেঠা তৈরির ভিডিও।
মূলত, সম্প্রতি নকল ডিম তৈরি করার ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি নকল ডিম তৈরির ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ভারতের মুখরোচক মিষ্টান্ন খাবার ‘পেঠা’ তৈরির ভিডিওকেই নকল ডিম তৈরির ভিডিও দাবিতে প্রচারিত হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও নকল ডিম নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে।
উল্লেখ্য, পেঠা হচ্ছে ভারতীয় মুখরোচক খাবার। যা চালকুমড়া, চিনি এবং অন্যান্য উপাদানের মিশ্রনে তৈরি করা হয়।
সুতরাং, মিষ্টান্ন তৈরির একটি ভিডিওকে নকল ডিম তৈরির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Thefoodiebae – Facebook Page’
- Thefoodiebae – “Bulk Level Making of Petha – Cheapest Indian Sweet”
- Thefoodiebae – “Anguri Petha Aise Banta Hai #Sweet #petha”
- The Street Menu – Facebook Page
- The Street Menu – “World’s Largest Factory Making Petha in Bulk
- Healthline – What Is Ash Gourd? All You Need to Know