ভিডিওটি মুরগির নকল ডিম বানানোর নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখুন মুরগী কি সুন্দর ভাবে ডিম দিচ্ছে শীর্ষক একটি ভিডিও প্রচার হয়ে আসছে।  

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি নকল মুরগির ডিম বানানোর নয় বরং এটি শিশুদের খেলনা “স্লাইম” বানানোর ভিডিও।

কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FASSI এর একটি নির্দেশনা খুঁজে পাওয়া যায়। 

নির্দেশনাটিতে উল্লেখ করা হয়, হুবহু প্রাকৃতিক ডিমের মতো দেখতে প্লাস্টিক বা কৃত্রিম ডিম তৈরি করার এমন কোনো প্রযুক্তি নেই। 

পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফ্রান্সের গণমাধ্যম France 24 এর ওয়েবসাইট ২০১৮ সালের ৪ মে No, the Chinese aren’t trying to poison us with plastic eggs শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, ইউটিউবে ২০১৬ সালে প্রচারিত একটি ভিডিওতে ডিম আকৃতির একটি স্লাইম নিয়ে খেলাধুলা করতে দেখতে যায়। যা হুবহু ফেসবুকে প্রচারিত ভিডিওর বস্তুগুলোর মত দেখতে। 

নিউজরুম পোস্ট এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ডিম আকৃতির স্লাইম গুলোর লেবেল হচ্ছে একটি কোরিয়ান কোম্পানির লেবেল। এই কোম্পানি বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে স্লাইম বিক্রি করে। এটি সম্পূর্ণরূপে একটি ডিমের মতো দেখালেও বাস্তবে এটি ডিম নয়। এটি শুধু মানুষের খেলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, খাওয়ার জন্য নয়।

মূলত, কোরিয়ার একটি কোম্পানির স্লাইম নামের একটি খেলনা বানানোর ভিডিওকে মুরগির নকল ডিম বানানোর ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

উল্লেখ্য, স্লাইম হল একটি চটচটে, সোডিয়াম বোরেট বা বোরাক্স নামক যৌগকে পানির সাথে মিশিয়ে তৈরি করা একটি খেলার জিনিস। এর একটি পুরু, আঠার মতো টেক্সচার রয়েছে এবং এটি বিভিন্ন রঙে তৈরি করা যেতে পারে। অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন এবং আলি এক্সপ্রেসে ডিমের মত দেখতে খেলনাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 

প্রসঙ্গত, বুম, ই-ফারসাস এবং ওয়ান ইন্ডিয়া সহ আরও কিছু ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। প্লাস্টিক ডিমের অস্তিত্ব নিয়ে রিউমর স্ক্যানারের বিস্তারিত ফ্যাক্টফাইল প্রতিবেদন পড়ুন।

সুতরাং, ডিম আকৃতির স্লাইম বানানো ভিডিওকে নকল মুরগির ডিম বানানোর ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে যা; সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

FASSI: FASSI 

France 24 : No, the Chinese aren’t trying to poison us with plastic eggs

ইউটিউবঃ ডিম আকৃতির স্লাইমের পরিচিতি

France 24: Fact Check: Viral video shows china ‘manufacturing’ artificial eggs…Is it true?

আরও পড়ুন

spot_img