২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জনসাধারণের কথা শুনতে এবছরের পুরো জুলাই মাস জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উক্ত কর্মসূচির নাম দেওয়া হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এর প্রেক্ষিতে উক্ত কর্মসূচির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের গায়ে পরিহিত কর্মসূচির টি-শার্টে ‘দেশ চুদতে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে সংগঠনটির নেতা জয়নাল আবেদীন শিশিরের ‘দেশ চুদতে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখা সম্বলিত টি-শার্ট পড়ার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় টি-শার্টে লেখা কর্মসূচির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক নাম পরিবর্তন করে ‘দেশ চুদতে জুলাই পদযাত্রা’ লেখা যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১ জুলাই প্রচারিত এনসিপির জুলাই পদযাত্রার প্রথমদিনের রংপুরের কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির অ্যালবামে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও খুঁজে পাওয়া যায়। তবে ছবিটিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের গায়ে পরিহিত কর্মসূচির টি-শার্টে ‘দেশ চুদতে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখার পরিবর্তে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে অনুসন্ধানে জয়নাল আবেদীন শিশিরের ফেসবুক আইডিতে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ফেসবুক পেজে একই কর্মসূচির রংপুরের বেশ কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে জয়নাল আবেদীন শিশিরের গায়ে পরিহিত কর্মসূচির টি-শার্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ছবিতে জয়নাল আবেদীন শিশিরের পরিহিত টি-শার্টের লেখা পরিবর্তন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের পরিহিত টি-শার্টে ‘দেশ চুদতে জুলাই পদযাত্রা’ শীর্ষক লেখা ছিল দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।