মির্জা ফখরুল গ্রেপ্তার হননি, গ্রেপ্তারের এই ঘটনাটি ২০২৩ সালের

সম্প্রতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে এটিএন বাংলা এর লোগো যুক্ত উপস্থাপিকার খবর পড়ার একটি ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে উপস্থাপিকাকে বলতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় (শব্দটি অস্পষ্ট) পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার বারেরও বেশি । এছাড়াও ভিডিওটিতে প্রায় ৩ হাজার ৯ শত বারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ৪ শত বারেরও বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও প্রতিবেদনের ফুটেজটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের ২৯ অক্টোবরের ভিডিও প্রতিবেদনের ফুটেজ সম্পাদনা করে তা দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়নি।

এই বিষয়ে অনুসন্ধানে এটিএন বাংলা নিউজ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ অক্টোবর প্রচারিত ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ। ATN Bangla News’ শীর্ষক ক্যাপশনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির উপস্থাপিকার সংবাদ পড়ার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

ভিডিও প্রতিবেদনটিতে উপস্থাপিকাকে বলতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ। সকালেই গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এছাড়াও, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতার বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

অর্থাৎ, এই ভিডিও প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে তা সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দ্য ডেইলি স্টার বাংলা, প্রথম আলো এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালেরর ২৯ অক্টোবর রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আটক করে নিয়ে গিয়েছিল।

২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম আলো এর ওয়েবসাইটে প্রকাশিত ‘কারাগার থেকে বেরিয়েই যা বললেন মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন এমন কোনো তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১২ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে তিনি থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন এবং চোখের চিকিৎসার চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img