গত ২২ মার্চ রাশিয়ার মস্কোতে এক কনসার্ট অনুষ্ঠানস্থলে বন্দুকধারীরা অন্তত ১৪০ জনকে গুলি করে হত্যা করার ঘটনায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই ঘটনায় কতিপয় ব্যক্তির ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এরা এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী।
উক্ত ছবি ব্যবহার করে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের সংবাদ দেখুন আজতক, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এগুলো মস্কোর সাম্প্রতিক হামলায় যুক্ত সন্দেহভাজনদের ছবি নয় বরং ২০২৩ সালে ভিন্ন ঘটনায় সন্দেহভাজন এই হামলাকারীদের ছবি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে এদের অন্তত চার জন মারা যাওয়ার খবর এসেছে গণমাধ্যমে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আইএস হামলাকারী চারজনের ছবি প্রকাশ করেছে। তবে মুখোশে ঢাকা এই ব্যক্তিদের ছবির সাথে আলোচিত ছবিগুলোর দৃশ্যমান মিল পরিলক্ষিত হয়নি।
এই চারজনই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে আরেক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিবিসি এদের স্পষ্ট ছবিও প্রকাশ করেছে প্রতিবেদনে যার সাথে আলোচিত ছবিগুলোর মিল পরিলক্ষিত হয়নি।
আলোচিত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের জুনে প্রকাশিত রাশিয়ার এক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, সেসময় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ এনে এদের ছবি প্রকাশ করে।
রাশিয়ান গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এদের মধ্যে অন্তত চারজন নিহত হয়েছে।
মূলত, গত ২২ মার্চ রাশিয়ার মস্কোতে এক কনসার্ট অনুষ্ঠানস্থলে বন্দুকধারীরা অন্তত ১৪০ জনকে গুলি করে হত্যা করার ঘটনায় কতিপয় ব্যক্তির ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, এরা এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়৷ এদের ছবি গত বছর ভিন্ন ঘটনায় রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ করে যাদের মধ্যে পরবর্তীতে অন্তত চারজনের মৃত্যুর খবর রাশিয়ান গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। তাছাড়া, সাম্প্রতিক হামলার ঘটনায় প্রকাশিত সন্দেহভাজনদের সাথেও এদের ছবির মিল পাওয়া যায়নি।
সুতরাং, গত বছর রাশিয়ায় ভিন্ন হামলার ঘটনায় প্রকাশিত কতিপয় সন্দেহভাজনদের ছবিকে সাম্প্রতিক মস্কো হামলার সন্দেহভাজনদের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BBC: Moscow attack: Debunking the false claims
- BBC: Russian court charges four men with act of terrorism in Moscow attack
- penza online: Внимание! Розыск УФСБ!
- Rumor Scanner’s own analysis