অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আদিবাসী নিপীড়নের ঘটনা দাবিতে বিগত সরকারের আমলের ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি ‘These indigenous Bawm mothers and their children were arrested and taken to police camp after they were accused of supporting terrorists.’ শীর্ষক শিরোনামে পুলিশের হাতে আটককৃত ব্যক্তিদের একাধিক ছবি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচার করা হয়েছে। 

অর্থাৎ দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের সমর্থন করার অভিযোগে আদিবাসী বম মা এবং তাদের সন্তানদের গ্রেফতার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। 

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,  সন্ত্রাসীদের সমর্থন করার অভিযোগে আদিবাসী বম মা এবং তাদের সন্তানদের গ্রেফতার করে পুলিশ ক্যাম্পে নি যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে,  ২০২৪ সালে ২২ এপ্রিল বান্দরবানের সোনালী ব্যাংকে ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় কেএনএফের তিন নারী সদস্যকে আটকের ঘটনায় ধারণকৃত ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, মূলধারার গণমাধ্যম আমাদের সময় ডট কম এর ওয়েবসাইটে গত ২২ এপ্রিল, ২০২৪ ‘কেএনএফের আরও তিন নারী সদস্য কারাগারে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়।

Comparison: rumor scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৭১ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ৭১ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।

উক্ত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ এপ্রিলে ‘কেএনএফের ৩ নারী সহযোগী কারাগারে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন  খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়,  ২২ এপ্রিল (২০২৪) বান্দরবান মুখ্য হাকিম আদালতে তোলা হলে বিচারক মো. নুরুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। রোববার সকালে এই তিন নারীকে গ্রেফতার করা হয়। এনিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় ৭১ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতার তিন নারী হলেন: লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) ও লাল এং কল বম (২৬)। 

এছাড়াও, দেশের একাধিক গণমাধ্যমে আলোচিত বিষয়টি নিয়ে সেসময়ে প্রতিবেদন (,) প্রকাশিত হয়। 

সুতরাং, ২০২৪ সালের এপ্রিলে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে আদিবাসী নারীদের গ্রেফতার করেনিয়ে যাওয়ার ঘটনাকে ইউনূস সরকারের আমলের আদিবাসী নিপীড়নের ঘটনা বলে প্রচার করা হয়েছে ; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img