মাইলস্টোনে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন অবধি অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। এছাড়া, আহত ও দগ্ধ হয়েছে অন্তত শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

এই ঘটনার প্রেক্ষিতে, ‘উত্তরা ভয়াবহ বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল কলেজ’ শিরোনামে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ )।

এই প্রতিবেদন লেখা অবধি টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ কোটি ১৬ লক্ষ বারেরও বেশি। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৪ লক্ষ ৫২ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ২১ হাজারেরও বেশি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার আসল দৃশ্যের নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত এই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে ভিডিওটিতে বিমানে আগুন জ্বলার দৃশ্য এবং দৃশ্য পরিবর্তনের সাথে সাথে বিল্ডিং ও বিমানের পরিবর্তন পরিলক্ষিত হয়। তাছাড়া, মানুষের অঙ্গভঙ্গি, হাঁটার ধরণ ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

Indicated by Rumor Scanner

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে ভিডিওটি এআই (AI) কন্টেন্ট ডিটেকশন টুল ‘Cantilux’ দিয়ে যাচাই করলে তা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯২ শতাংশ পর্যন্ত বলে জানা যায়।

Screenshot From Cantilux

গণমাধ্যমে প্রচারিত বিধ্বস্ত হওয়া বিমানের মডেলের ছবি দেখুন –

Collage by Rumor Scanner

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার আসল দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img