সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রদলের নতুন কমিটি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর নকল করে ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ এবং বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে নতুন এই কমিটি সংক্রান্ত বিষয়ে ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমানের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ‘বটবাহিনীর গুজব থেকে সতর্ক থাকুন’ শিরোনামের উক্ত পোস্টটিতে তিনি আলোচিত বিজ্ঞপ্তিকে ভুয়া হিসেবে নিশ্চিত করেছেন।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে ২৭ জুলাই “ভুয়া: কেন্দ্রীয় ছাত্রদলের ৫ সদস্যের নতুন কমিটি ফেসবুকে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনের বিস্তারিত অংশে দলটির একাধিক কেন্দ্রীয় নেতাকর্মীদের বরাতে ছাত্রদলের নতুন কমিটির বিজ্ঞপ্তিটি ভুয়া ও গুজব বলে জানানো হয়।
সুতরাং, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি দাবিতে বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল: Facebook Page
- BNP Media Cell: Facebook Page
- মোঃ আমানউল্লাহ আমান: Facebook Post
- দ্যা ডেইলি ক্যাম্পাস: ভুয়া: কেন্দ্রীয় ছাত্রদলের ৫ সদস্যের নতুন কমিটি ফেসবুকে