ধর্মের কারণে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৯ হিন্দুকে সরকারের স্বীকৃতি না দেওয়ার দাবিটি ভুয়া 

২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হিন্দু সম্প্রদায়ের ৯ জন ব্যক্তি নিহত হয়েছেন। সম্প্রতি, ধর্মের কারণে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৯ হিন্দুকে সরকার স্বীকৃতি দেয়নি শীর্ষক দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্মের কারণে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৯ হিন্দু ব্যক্তিকে সরকার থেকে স্বীকৃতি দেয়া হয়নি দাবি করা হলেও উক্ত ব্যক্তিদের নাম সরকার কর্তৃক প্রণীত  জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর শহীদদের তালিকায় রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকার গেজেট খুঁজে পাওয়া যায়। উক্ত গেজেটে আলোচিত পোস্টে উল্লেখিত হিন্দু ব্যক্তিদের নাম রয়েছে। উক্ত হিন্দু ব্যক্তিদের নামের তালিকা নিম্নরূপঃ

১৩২ – শ্রী শুভ শীল
১৪৫ – রাখিন বিশ্বাস 
১৪৯ – রিয়া গোপ
১৫০ – হৃদয় চন্দ্র তরুয়া 
৩৯৬ – সৈকত চন্দ্র দে
৪৮৭ – তনয় চন্দ্র দাশ
৪৯৫ – রিপন চন্দ্র শীল 
৫৮২ – রুদ্র সেন 
৫৯৫ – দীপ্ত দে 

Collage: Rumor Scanner 

এছাড়া, আলোচিত দাবি সম্বলিত পোস্টটি সরকারের নজরে আসলে গত ০৯ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এক্সে এক বিবৃতির মাধ্যমে দাবিটিকে মিথ্যা বলে জানানো হয়।

সুতরাং, ধর্মের কারণে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৯ হিন্দু ব্যক্তিকে সরকার থেকে স্বীকৃতি না দেওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img