শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যকে আটকের দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকী ভট্টাচার্য’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকীকে আটকও করা হয়নি, বরং পুরোনো ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল ২৪ এবং সময় টিভির লোগো সম্বলিত দুইটি ভিডিও দেখা যায়। এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেওয়ার একটি ভিডিও দেখা যায়।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের ২৮ এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। সেই ঘটনার সংবাদ এটি। 

এছাড়া, সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফুটেজের সাথে প্রচারিত ভিডিওর ফুটেজে থাকা একাধিক ব্যক্তির বক্তব্যের ফুটেজের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২১ সালের ১০ ডিসেম্বর প্যারিসের আদালতে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। সেই ঘটনার নিউজ এটি। 

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে IBTV USA নামক একটি ইউটিউব গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা মাসুদ কামালের বক্তব্যের অংশের মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওতে মাসুদ কামাল পিনাকী ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা করেন। তবে, ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হয়েছেন- এমন কোনো দাবি মাসুদ কামাল তার বক্তব্যে করেননি। 

এদিকে, পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গতকাল (০৭ অক্টোবর) একটি ভিডিও প্রকাশিত হয়; যেটিতে পিনাকী ভট্টাচার্যকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায়। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, অনুসন্ধানে ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে শেখ হাসিনার মামলা দায়েরের কোনো প্রমাণও মেলেনি।

সুতরাং, শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img