ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্যান্যদের পাশাপাশি বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ওরফে সাগর যিনি নিজেও প্রাণ হারিয়েছেন। এরই প্রেক্ষিতে অনলাইনে দুইটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওগুলোতে নিহত পাইলট তৌকিরের স্ত্রী কথা বলছেন। যার মধ্যে একটি ভিডিওতে একজন নারীকে বলতে শোনা যায়, “আমি কখনও ভাবিনি, এত তাড়াতাড়ি আমার স্বামীকে হারাবো। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তৌকিরকে আপনারা ক্ষমা করে দিন। আই নেভার থট ইন মাই ড্রিম আই উড লুজ মাই হাজব্যান্ড সো কুইকলি। উই হেড মেনি ড্রিমস। প্লিজ এভ্রিওয়ান, ফরগিভ তৌকির।” এসময় পাইলট তৌকির ও তার স্ত্রীর নানা ছবিও প্রচার করা হয়।
আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত উক্ত কথাসম্বলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওটি এককভাবে প্রায় ৭০ লক্ষ বার দেখা হয়েছে এবং ৮২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
আলোচিত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এছাড়াও পাইলট তৌকিরের স্ত্রীর ভিডিও দাবিতে আরেকটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে একজন নারীকে বলতে দেখা যায়, “আমি পাইলট তৌকিরের স্ত্রী। আমাদের বিয়ের কেবল ৬ মাস হয়েছে। সংসার কি তা বুঝার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারাও তাকে ক্ষমা করে দিবেন৷ সে আমাকে অনেক ভালোবাসতো। এভাবে তার বিদায় নেওয়াটা মেনে নিচ্ছি না। সে খুব ভালো মানুষ ছিলেন। আপনারা কেউ তাকে ভুল বুঝে গালি দিবেন না ফেসবুকে। তাকে নিয়ে ট্রল করবেন না।”
আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত উক্ত কথাসম্বলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওটি এককভাবে প্রায় ৬৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ৬৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
আলোচিত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওগুলো উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ওরফে সাগরের স্ত্রীর বক্তব্যের দৃশ্যের নয় বরং, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও।
আলোচিত প্রথম ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে প্রদর্শিত নারীর অঙ্গভঙ্গি, মুখমণ্ডলের গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
এছাড়া, অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘আরটিভি’র ওয়েবসাইটে “৬ মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির” শীর্ষক শিরোনামে গত ২২ জুলাইয়ে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে “নিহত পাইলট তৌফিক ইসলাম সাগর ও তার স্ত্রী” এর ছবি দাবিতে একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। তৌকির ইসলামের স্ত্রীর উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর কাপড়, গয়না, কাপড় ও গয়নার রঙ ও ডিজাইনের বৃহৎ মিল পাওয়া যায় যা থেকে বুঝা যায় যে পাইলট তৌকিরের স্ত্রীর পুরোনো ছবির প্রেক্ষিতে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
প্রচারিত দ্বিতীয় ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলেও কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে প্রদর্শিত নারীর অঙ্গভঙ্গি, মুখমণ্ডলের গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও দুইটিই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ওরফে সাগরের স্ত্রীর কথা বলার আসল দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- RTV – ৬ মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির
- Rumor Scanner’s analysis