শনিবার, মে 24, 2025

পুরুষদের সাথে এক তরুণীর কোলাকুলির ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ঈদে পুরুষদের সাথে এক নারীর কোলাকুলির দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

কোলাকুলির

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর মন্তব্য ঘরে অনেককেই ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা মনে করে মন্তব্য করতে দেখা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখাানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুরুষদের সাথে এক তরুণীর কোলাকুলির এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের ঘটনা।

এর বিষয়ে অনুসন্ধানে ইন্ডিয়া টুডে এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২২ জুন ‘Fury Over UP Girl Hugging 50 Boys On Eid In Moradabad’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেই সময় ঈদে উত্তর প্রদেশের মোরাদাবাদে একটি মলের বাইরে এক তরুণী  ৫০ জন পুরুষের সাথে কোলাকুলি বা আলিঙ্গন করেন। এটি সেই ঘটনার ভিডিও।

এছাড়াও, সেই সময় ভারতীয় গণমাধ্যম জি নিউজ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের পুরোনো ঘটনাকে সম্প্রতি বাংলাদেশে ঈদে এক তরুণীর পুরুষদের সাথে কোলাকুলির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img