মায়ের কবরের পাশে মেয়ের কান্নার ভিডিওটি ফিলিস্তিনের নয়

সম্প্রতি, মায়ের কবরের পাশে এক ছোট মেয়ের কান্নার ভিডিওকে চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

কান্নার

ফেসবুকে প্রচারিত এরূপ ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মায়ের কবরের পাশে ছোট্ট মেয়ের কান্নার ভিডিওটি ফিলিস্তিনের নয় বরং ২০২০ সালে ইরাকে করোনা মহামারীতে মৃত মায়ের কবরের পাশে মেয়ের কান্নার ভিডিও।

ভিডিওটির কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Ali Shibam নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০২০ সালের ২৬ ডিসেম্বর প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হবহু  মিল  খুঁজে পাওয়া যায়।

Comparison By Rumor Scanner

যেহেতু, চলমান হামাস-ইসরায়েল সংঘাত শুরু হয় চলতি বছরের ৭ অক্টোবর সেহেতু ২০২০ সালের ডিসেম্বর মাসে ইন্টারনেটে ভিডিওটির উপস্থিতি স্পষ্টতই নির্দেশ করে যে ভিডিওটি চলমান হামাস-ইসরায়েল সংঘাতের নয়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, رائد المحمداوي ميديا নামের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১২ অক্টোবর “الطفله فاطمه سلام شعلان الموسوي توفيت امها تعال شوف شسوت بحالها الله اكبر” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

Source: YouTube Screenshot

উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণী বাংলায় অনুবাদ করে জানা যায়, মৃত মায়ের কবরের পাশে কান্না করা মেয়েটির নাম ফাতিমা সালাম সালান।

পরবর্তীতে, একই ইউটিউব চ্যানেলে  “الطفله فاطمه سلام شعلان تزور امها بعد ثلاتة ايام من وفاتها” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Source: YouTube Screenshot

উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণী বাংলায় অনুবাদ করে জানা যায়, ২০২০ সালের ৮ অক্টোবর ইরাকের নাজাফ প্রদেশের নাজাফ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ফাতিমা সালাম সালানের মা মৃত্যুবরণ করেন। 

উক্ত ভিডিওতে মায়ের মৃত্যুর তিনদিন পর কবরে ফুল দিতে দেখা যায় মেয়েটিকে। সেইসাথে ভিডিওতে ইরাকের পতাকাও দেখতে পাওয়া যায়।

Indication By Rumor Scanner

মূলত, ২০২০ সালের ৮ অক্টোবর করোনা আক্রান্ত হয়ে ফাতিমা সালাম সালান নামের এক ইরাকি শিশুর মা মৃত্যুবরণ করেন। সেসময় মায়ের কবরের পাশে মেয়ের কান্নার ভিডিওকেই চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে মৃত মায়ের কবরের পাশে মেয়ের কান্নার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বে হামাস-ইসরায়েল যুদ্ধের ভিডিও দাবিতে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ইরাকের পুরোনো ভিডিওকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত মায়ের কবরের পাশে মেয়ের কান্নার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img