দৈত্যাকৃতির সিল মাছের ‘আল্লাহু আল্লাহু’ বলে ডাকার ভিডিওটি এডিটেড

সম্প্রতি, ‘আল্লাহু আকবার আল্লাহর কুদরত দেখুন’ শীর্ষক শিরোনামে দৈত্যাকৃতির একটি সিল মাছ আল্লাহু আল্লাহু বলে ডাকছে দাবিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

দৈত্যাকৃতির

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট  দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দৈত্যাকৃতির সিল মাছটির আল্লাহু আল্লাহু বলে ডাকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইংল্যান্ডের সাউথ জর্জিয়া দ্বীপের তীরে উক্ত দৈত্যাকৃতির সিল মাছটি দেখা যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মিরর করে তার সাথে আল্লাহু আল্লাহু ডাকার অডিওটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক ডিজিটাল আধেয় বা কন্টেন্ট প্রকাশক LAD Bible এর ফেসবুক পেজে গত ১০ এপ্রিল That is one huge seal 😳 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। তবে এটিও দেখা যায় যে, আলোচিত ভিডিওটি উক্ত ভিডিওর মিরর ভার্সন   এবং উক্ত ভিডিওতে তা ধারণ করার সময়কার পারিপার্শ্বিক শব্দ ব্যতীত আর কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। 

Video Comparison by Rumor Scanner

এছাড়াও ভিডিওটি থেকে জানা যায়, উক্ত দৈত্যাকৃতির সিল মাছটিকে সাউথ জর্জিয়া দ্বীপের তীরে দ্বীপটির পেঙ্গুইনদের সাথে দেখা যায়। 

Screenshot: Facebook

পরবর্তীতে উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ট্যাবলয়েড পত্রিকা Daily Mail এর ফেসবুক পেজে গত ৯ মার্চ The Godzilla of seals 😱 শীর্ষক শিরোনামে প্রচারিত উক্ত সিল মাছের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook

উক্ত ভিডিওটি পর্যালোচনা করেও আলোচিত ভিডিওটি সম্পর্কে একই তথ্য পাওয়া যায়।

এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েবসাইটে গত ২ আগস্ট  This huge creature was seen on the seashore, some said sea elephant, some called lion শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: NDTV

উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত দৈত্যাকৃতির সিল মাছেরএকই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করেও সিলটির আল্লাহু আল্লাহু বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন একটি অডিও যুক্ত করে তৈরি করা হয়েছে।

মূলত, চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের সাউথ জর্জিয়া দ্বীপের তীরে একটি দৈত্যাকৃতির সিল মাছ দেখা যায়। সিল মাছটির অস্বাভাবিক আকৃতির কারণে সেটির ভিডিও সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উক্ত সিল মাছের সেই ভিডিওটিতে সম্প্রতি আল্লাহু আল্লাহু শীর্ষক অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে সিল মাছটি আল্লাহু বলে ডাকছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

সুতরাং, দৈত্যাকৃতির সিল মাছের ‘আল্লাহু আল্লাহু’ বলে ডাকার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img