সম্প্রতি, ”হাসিনার পাসপোর্ট বাতিল করলো যুক্তরাষ্ট্র সরাসরি শেখ হাসিনাকে জোবাইডেনের চিঠি” শীর্ষক শিরোনাম এবং “শেখ হাসিনাকে সরাসরি চিঠি দিল জোবাইডেন পাসপোর্ট বাতিল করলো যুক্তরাষ্ট্র।” থাম্বনেইলে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি দেখা হয়েছে সাড়ে ১৩ হাজার বারেরও বেশি। ভিডিওটিতে ৪ শত ৭১ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে তাকে কোনো চিঠি পাঠায়নি বরং গণমাধ্যমে প্রকাশিত ভিন্ন প্রেক্ষাপটের সংবাদের ভিডিও ক্লিপ যুক্ত করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবিগুলোর সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি।
ভিডিওতে প্রচারিত আলোচিত দাবিগুলো নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
অনুসন্ধানের এপর্যায়ে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোর বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই ০১
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় দৈনিক কালবেলা’র ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ মার্চ “প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।

ভিডিও থেকে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৩ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে জো বাইডেন গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্বও তুলে ধরেন। এটি সেই ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন।
ভিডিও যাচাই: ০২
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম NTV এর ইউটিউব চ্যানেলে গত ৪ ফেব্রুয়ারি “বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি: পিটার হাস” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যদানের ফুটেজ অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি ‘বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে, জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।’
ভিডিও যাচাই: ০৩
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেলে Voice Bangla গত ৪ ফেব্রুয়ারি “শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, কী লেখা আছে?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।

উক্ত ভিডিওতে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া চিঠির বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে শোনাতে দেখা যায়।
প্রথম আলো’র ওয়েবসাইটে গত ৪ ফেব্রুয়ারি “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি” প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত ৪ ফেব্রুয়ারি সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে জো বাইডেন বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে অংশীদারত্ব প্রতিষ্ঠায় ঢাকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
তবে উক্ত চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
মূলত, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২৩ সালের ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি চিঠি পাঠান। চিঠিটিতে জো বাইডেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এই তথ্যের ভিত্তিতে সেসময় জাতীয় দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেলে একটি সংবাদ প্রতিবেদন প্রচারিত হয়। এছাড়া, গত ৪ ফেব্রুয়ারি সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে, জলবায়ু বিষয়ে কাজ চলমান থাকবে।’ এই তথ্যের ভিত্তিতে বেসরকারি ইলেকট্রনিক মিডিয়া এনটিভিতে সংবাদ প্রচারিত হয়। তাছাড়া, গত ৪ ফেব্রুয়ারিতে Voice Bangla নামক ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া চিঠির বিষয়ে আলোচনা করা হয়। সম্প্রতি, এই ভিডিওগুলো থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ফুটেজ সংগ্রহ করে সেগুলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে একত্র করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে তাকে সরাসরি চিঠি পাঠিয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।