পানিতে মহিষের পাল ভেসে থাকার দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি, সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে।  

এরই মধ্যে পানিতে মহিষের পাল ভাসার একটি দৃশ্য সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে।

মহিষের পাল

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পানিতে মহিষের পাল ভাসার দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং, পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে “raheem_udz_khanz” নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২৮ মে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Video Comparison By Rumor Scanner

এছাড়া “Clinton Peter Ratno” নামক একটি ইউটিউব চ্যানেলে গত ২৮ মে প্রকাশিত এই সম্পর্কিত আরেকটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

Arif Hasan নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গত ২৭ মে প্রকাশিত আরেকটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটিগুলো একটু ভিন্ন ফ্রেম থেকে ধারণ করা হলেও এগুলোর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

অর্থাৎ, ভিডিওটি অন্তত গত মে মাস থেকেই ইন্টারনেটে রয়েছে। এই প্রেক্ষিতে বলা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, পানিতে মহিষের পাল ভাসার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img