বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ছবিটি আল নাসেরের ড্রেসিং রুমের নয়

সম্প্রতি,“আল নাসের এর ড্রেসিং রুমে লিও মেসির জার্সি, যেইখানে যাবেন লিও মেসিকে পাইবেন” শীর্ষক শিরোনামে সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং জরডান হেন্ডারসনের কুশল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

যা দাবি করা হচ্ছে 

সাদিও মানে এবং জরডান হেন্ডারসনের কুশল বিনিময়ের ছবিটির ব্যাকগ্রাউন্ডে থাকা মেসির একটি জার্সিকে নির্দেশ করে দাবি করা হচ্ছে যে ছবিটি সৌদি আরবের ক্লাব আল নাসেরের ড্রেসিং রুমে তোলা।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ছবিটি আল নাসেরের ড্রেসিং রুমে ধারণ করা হয়নি বরং জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির অভ্যন্তরে Roshn Saudi League এর একটি ইভেন্ট হতে ছবিটি ধারণ করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে Roshn Saudi League এর ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) একাউন্টে ২০২৩ সালের ৭ আগস্টের একটি ভিডিও খুজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওতে সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং জরডান হেন্ডারসনকে কুশল বিনিময় করতে দেখা যায়। ভিডিওটি বিশ্লেষন করে নিশ্চিত হওয়া যায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি এই ভিডিওর স্থিরচিত্র। 

এছাড়াও, টুইটের ক্যাপশনে #RoshnSaudiLeague হ্যাশট্যাগ ব্যাবহার থেকে সহজেই অনুমেয় যে উক্ত ভিডিওটি Roshn Saudi League এর সাথে সম্পর্কযুক্ত।

Source: Roshn Saudi League

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজে ২০২৩ সালের ১১ আগস্ট প্রকাশিত “Liverpool connections, home comforts key to Mane’s Al-Nassr move” শিরোনামের একটি প্রতিবেদন খুজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায় যে, জেদ্দায় Roshn Saudi League এর একটি ইভেন্টে অংশগ্রহনের সময়ে দীর্ঘদিনের দুই সতীর্থ- সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং জরডান হেন্ডারসন উষ্ণ কুশল বিনিময় করেন।

Source: Arab News

পাশাপাশি, লিভারপুল ফুটবল ক্লাব বিষয়ক ওয়েবসাইট Liverpool.com এ ২০২৩ সালের ৮ আগস্ট প্রকাশিত “What Sadio Mané told Jordan Henderson in first public Liverpool reunion in Saudi Arabia” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুজে পায় রিউমর স্ক্যানার টিম। 

উক্ত প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচ্য ছবিটি সৌদি প্রো লিগের লঞ্চ ইভেন্ট থেকে ধারন করা হয়েছে।

Source: Liverpool.com

এছাড়াও গুগল ম্যাপের ফটো সেকশন থেকে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটির অভ্যন্তরে মেসি ছাড়াও অন্যান্য কিংবদন্তি ফুটবলারের জার্সির সংগ্রহ খুজে পাওয়া যায়।

Source: Google Map

প্রসংগত, লিভারপুলের সাবেক তারকা ফুটবলার সাদিও মানে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল নাসের এবং জরডান হেন্ডারসন অপর সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিয়েছেন।

মুলত, সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং জরডান হেন্ডারসন সম্প্রতি জেদ্দায় অবস্থিত কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের লঞ্চ ইভেন্টে অংশগ্রহন করেন এবং দীর্ঘদিনের দুই সতীর্থ একে অপরের সাথে কুশল বিনিময় করেন। তাদের কুশল বিনিময়ের সময় তোলা একটি ছবির ব্যাকগ্রাউন্ডে লিওনেল মেসির জার্সির সংগ্রহ দেখতে পাওয়া যায়। এই ছবিকেই আল নাসেরের ড্রেসিংরুমের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, মেসির হাতে ফিলিস্তিনের পতাকা দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, আল নাসের ক্লাবের ড্রেসিংরুমে মেসির জার্সি দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসুত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img