ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবিটি ভুয়া

সম্প্রতি “পতাকা হাতে ফিলিস্তিনকে সমর্থন জানালো মেসি, তার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেলো” শীর্ষক শিরোনামে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার এবং লিওনেল মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় প্রচারিত ছবিটি জার্মানভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি ‘এডিডাস’ এর একটি ক্যাম্পেইনের।

মূলত আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি গত ১৮ই মে নিজের ফেসবুক এবং ইন্সটাগ্রাম আইডিতে #RunForTheOcean হ্যাশট্যাগে এডিডাস কোম্পানির ক্যাম্পেইন ব্যানার হাতে একটি ছবি প্রকাশ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

RunForTheOcean ক্যাম্পেইনের সেই ছবিটিকেই ভুয়া এডিটের মাধ্যমে “ফিলিস্তিনের পতাকা হাতে মেসি” শীর্ষক শিরোনামে প্রচার করা হচ্ছে।

অর্থাৎ, “ফিলিস্তিনের পতাকা হাতে মেসি” শীর্ষক শিরোনামে প্রকাশিত ছবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ফিলিস্তিনকে সমর্থন জানাতে ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবি প্রকাশ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

FactCheck Requested By – Kawsher HRidoy

আরও পড়ুন

spot_img