ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামের বরফে ঢাকা ছবিটি সাম্প্রতিক সময়ের নয়

সম্প্রতি, “ইংল্যান্ডের দ্য ওভালের বর্তমান অবস্থা” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

Screenshot from Facebook

উক্ত দাবিতে খেলা ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম প্যাভিলিয়ন এর ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামের বর্তমান অবস্থা উল্লেখ করে প্রচারিত বরফে ঢাকা স্টেডিয়ামের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২২ সালে ডিসেম্বরে ধারণকৃত ওভাল স্টেডিয়ামের দৃশ্য।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Surrey Country Cricket Club’ এর টুইটার অ্যাকাউন্ট “Surrey Cricket” এ ২০২২ সালের ১২ ডিসেম্বর “Good Morning from the Kia Oval. How beautiful does our home this look this morning?” শীর্ষক ক্যাপশন সম্বলিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে গত ১২ ডিসেম্বরের “ইংল্যান্ডের দ্য ওভালের বর্তমান অবস্থা” দাবিতে প্রচারিত ছবির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot from Twitter

অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, ১২ ডিসেম্বর, ২০২২ এ  “UK: Oval cricket stadium turns ‘snow white’ ahead of Christmas” শীর্ষক ক্যাপশনে ভারতীয় গণমাধ্যম ‘Livemint’ এ সংবাদ প্রকাশিত হয়েছিলো। সেই সংবাদের সাথে যুক্ত ছবির সাথে উক্ত দাবির ছবির সম্পূর্ণ মিল পাওয়া যায়।

Screenshot from Livemint

২০২২ সালের ১৩ ডিসেম্বর ওভালে ক্রিকেট স্টেডিয়ামে তুষারপাত নিয়ে ‘Abplive’ নামের আরেকটি ভারতীয় গণমাধ্যম “WATCH: Oval Cricket Stadium Goes Under Snow. Netizens React As Video Goes Viral” এই শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিলো। সেখানেও সেই সংবাদের সাথে যুক্ত ছবির সাথে উক্ত দাবির ছবির সম্পূর্ণ মিল পাওয়া যায়।

Screenshot from Abplive

এছাড়া, যুক্তরাজ্য ভিত্তিক ক্রীড়া গণমাধ্যম ‘UKsport’ গত বছরের ১৩ ডিসেম্বরে “Fans in awe of the snow covered Oval Cricket Ground” শীর্ষক শিরোনামে সংবাদ পরিবেশন করে। সেই সংবাদেও ঠিক একই ছবিটি দেখতে পাওয়া যায়।

Screenshot from UKSport

তা ছাড়াও দ্য ওভাল স্টেডিয়ামের একমাত্র ঠিকাদার ক্লাব ‘Surrey Country Cricket Club’ এর টুইটার অ্যাকাউন্ট “Surrey Cricket” এ গত ১০ মার্চ ২০২৩ এর একটি পোস্টে দেখা যায় যেখানে তাদের খেলোয়াড়দের একটি শিবির দ্য ওভাল স্টেডিয়ামের তাবুতে অনুশীলন করছে। সেই ভিডিওতে দেখা যায় মাঠে সবুজ ঘাস ছিলো এবং কোনো তুষারপাত ছিলো না।

Screenshot from Twitter

অর্থাৎ, ২০২৩ সালের ১০ মার্চে ইংল্যান্ডের দ্য ওভাল স্টেডিয়ামে কোনো তুষারপাত ছিলো না এবং সাম্প্রদায়িক সময়ের ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২২ সালের।

মূলত, ২০২২ সালের ১২ মার্চ ইংল্যান্ডের ‘Surrey Country Cricket Club’ তাদের টুইটার অ্যাকাউন্ট ‘Surrey Cricket’ এ বরফে ঢাকা ওভাল স্টেডিয়ামের একটি ছবি প্রচার করে। সেই ছবিকেই সাম্প্রতিক সময়ে ওভার স্টেডিয়ামের বর্তমান অবস্থা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

সুতরাং, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামের বরফে ঢাকা ছবি দাবিতে ২০২২ সালে ধারণকৃত ওভাল স্টেডিয়ামের ছবি প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img