পাকিস্তানি তরুণীর নিজ বাবাকে বিয়ে করার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, “পাকিস্তানি তরুণী বিয়ে করলেন নিজের বাবাকেই!” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এই দাবি সম্বলিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।পোস্টগুলোর আর্কাইভ এখানে, এখানে, এখানে এবং এখানে

টুইটারে প্রচারিত একই দাবির দুটি টুইট দেখুন এখানে এবং এখানে। 

বিষয়টি নিয়ে কতিপয় ভারতীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। এমন কিছু সংবাদ এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানি এই তরুণীর নিজের বাবাকে বিয়ে করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে রাবিয়া লিয়াকত খান নামের এই তরুণী ১০ বছর আগে আমির খান নামের তার এক শিক্ষককে বিয়ে করেছেন।

অনুসন্ধান যেভাবে

পাকিস্তানি তরুণীর নিজ বাবাকে বিয়ের এই দাবিটি একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ যুক্ত করে প্রচার করা হয়। উক্ত ভিডিও ক্লিপের নিচের বাম কোণে ‘ZEN TV VLOGS নামের একটি ইউটিউব চ্যানেলের নাম দেখা যায়।

Screenshot from a Claim Tweet

সেই সূত্র ধরে ঐ ইউটিউব চ্যানেলটি খুঁজে পাওয়া যায় এবং উক্ত চ্যানেলে অনুসন্ধানে ২০২১ সালের ১ আগস্ট “Tasty Rabi Food Wali ny 4th Marriage Amir Khan sy sadgi sy krny ki haqeqt bta d” শিরোনামে ভাইরাল সংক্ষিপ্ত ক্লিপটির মূল এবং সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot : Zen tv vlogs

ভিডিওর শুরুতেই সাক্ষাতকারকারী স্পষ্ট করে জানান যে রাবিয়া নামের এ নারী তার পাশে দাঁড়িয়ে থাকা আমির খান নামের ব্যক্তিকে ১০ বছর আগে বিয়ে করেছেন এবং তিনি আমির খান নামের এ ব্যক্তির চতুর্থ স্ত্রী। এর আগে তিনটি ব্যর্থ বিয়েতে জড়িত ছিলেন, যেগুলো ডিভোর্স হয়েছে। ভিডিওর একটা সময়ে সাক্ষাতকারকারী রাবিয়া নামের নারী কে একটি প্রশ্ন করে বলেন, রাবিয়া আরবি শব্দ, এর অর্থ চতুর্থ এবং আপনি ওনার চতুর্থ স্ত্রী। এটা কিভাবে ঘটলো? তখন রাবিয়া নামের ঐ নারী হেসে উত্তর করেন, ‘আমি শুনেছি রাবিয়া নামটি চতুর্থ সন্তানের হয়। আমি দ্বিতীয় সন্তান। নাম অনুযায়ী আমি চতুর্থ সন্তান হতে পারিনি। চতুর্থতম স্ত্রী হওয়ার সুযোগ আসলো তাই ভাবলাম চতুর্থতম স্ত্রী হয়ে যাই।’ মূলত, এই অংশটুকু কর্তন করে ভুলভাবে ব্যাখ্যা করে প্রচার করার মাধ্যমে পাকিস্তানি নারীর নিজ পিতাকে বিয়ে করেছেন শীর্ষক দাবিটি প্রচার করা হয়। তবে ঐ অংশের কথোপকথন এই অর্থে ছিল না বরং তার নামের অর্থ এবং নিজ স্বামীর চতুর্থতম স্ত্রী হওয়াটা কাকতালীয়ভাবে মিলে যাওয়ার বিষয়টি তিনি হেসে হেসে বলেছেন।

ভিডিওতে সাক্ষাতকারকারী সম্পর্ক শুরুর জন্য কে আগে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রশ্নটি করতে দেখা যায় এবং উক্ত নারী উত্তর করেন তার স্বামী আগে প্রস্তাব দিয়েছিলেন। 

পরবর্তীতে Rabia Amir Official নামের একটি টুইটার অ্যাকাউন্টে উক্ত দম্পতির একটি ভিডিও পাওয়া যায়। যেখানে রাবিয়া লিয়াকত নামের নারীর স্বামীকে মুফতি হিসেবে প্রচারের বিষয়টি নিয়ে তারা কথা বলেন। ভিডিওতে রাবিয়া লিয়াকত এর স্বামী আমির খান বলেন, ‘একটা নেগেটিভ প্রোপাগাণ্ডা প্রচার হচ্ছে। আমাকে মুফতি হিসেবে উল্লেখ করে আমার নাম মুফতি তাকি লাহরি হিসেবে প্রচার করা হচ্ছে। তবে আমার নাম আমির খান। আমি কোনো মুফতি নই।……’

শেষের দিকে তাকে বলতে শোনা যায়, ‘এটা সত্য রাবিয়া আমার চতুর্থ স্ত্রী। তবে আমার একসাথে চার স্ত্রী নেই। আমার বর্তমানে একজনই স্ত্রী এবং সেটা রাবিয়া। আমার আগের তিন স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে। আমি একসাথে দুই স্ত্রীও সামলাতে পারব না।’ (হেসে)

Screenshot : Rabia Amir official Twitter 

পাকিস্তানি সাংবাদিক Moin Zubair এর ফেসবুক পেজে উক্ত ইন্টারভিউ ভিডিওর সম্পূর্ণ অংশ খুঁজে পাওয়া যায়। বিস্তারিত অংশ থেকে জানা যায়, রাবিয়া তার স্বামীর ছাত্রী ছিলেন।

Screenshot : Moin Zubair Facebook 

ভিডিওতে আমির খান নামের ব্যক্তি জানান, ‘আমি রাবিয়ার টিচার ছিলাম এটি সত্য। তবে আমি তার কোরআন বা ইসলামিক টিচার ছিলাম না। কম্পিউটার ট্রেইনিং টিচার ছিলাম। সেই সূত্রে শিক্ষক।’

ভিডিওতে রাবিয়া বলেন, ‘প্রথম দেখাতেই তিনি আমাকে পছন্দ করেন এবং বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমাদের বিয়ে হয়। ১০ বছর আগে তারা বিয়ে করেন এবং তাদের সন্তানও রয়েছে।’

উপরোক্ত ইন্টারভিউ ভিডিওর ওপর Daily Pakistan নামের একটি পোর্টালে সেসময় প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনেও একইভাবে উল্লেখ পাওয়া যায়। 

Screenshot:  Daily Pakistan 

অর্থাৎ, রাবিয়া তার নিজ বাবাকে বিয়ে করেছেন শীর্ষক দাবিটি সত্য নয় বরং রাবিয়া তার এক সময়ের কম্পিউটার শিক্ষার শিক্ষককে বিয়ে করেছেন।

অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে থাকা নারী রাবিয়া লিয়াকত খান, যিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রামে তার ২.৭ লাখ ফলোয়ার রয়েছে। তার নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তিনি পোশাক এবং খাবার নিয়ে কাজ করেন। তার স্বামী আমির খান, আমেরিকায় থাকেন, যার ইনস্টাগ্রামে বায়ো থেকে জানা যায় তিনি একজন রিয়েল এস্টেট এজেন্ট/শিক্ষক/ ইনফ্লুয়েন্সার এবং দ্বীনের ছাত্র। ইনস্টাগ্রামে তারও প্রায় ৫৪ হাজার ফলোয়ার রয়েছে।

Screenshot : Instagram accounts of the Couple 

মূলত, ভাইরাল সেই ভিডিওর দম্পতি হচ্ছেন আমেরিকান প্রবাসী পাকিস্তানি আমির খান এবং রাবিয়া লিয়াকত খান। রাবিয়া আমির খান নামের সেই ব্যক্তির চতুর্থ স্ত্রী এবং তাদের কিছু ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তারা পাকিস্তানে পরিচিত হয়ে ওঠেন। যার ফলে বিভিন্ন মিডিয়া তাদের সাক্ষাতকার নেয়৷ এমনই একটা সাক্ষাতকারের ক্ষুদ্র অংশ কর্তন করে ভুলভাবে ব্যাখ্যা করে রাবিয়া তার নিজ বাবাকে বিয়ে করে তার বাবার চতুর্থ স্ত্রী হয়েছেন শীর্ষক দাবিটি প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, ভিডিওর ব্যক্তি আমির খান রাবিয়ার বাবা নন বরং একসময়ের শিক্ষক।

সুতরাং, পাকিস্তানি নারী রাবিয়া লিয়াকত তার নিজ বাবা কে বিয়ে করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img