মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

শেখ হাসিনার পদত্যাগ উদযাপনে ৩০ জিবি ফ্রি ইন্টারনেটের অফারটি ভুয়া

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন  শেখ হাসিনা। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাহিদার ভিত্তিতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গটন করা হয়। এ ঘটনায় গত ৯ আগস্ট ও ১০ আগস্ট সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের ঘোষণা দেয় মোবাইল ফোন অপারেটিং প্রতিষ্ঠান গ্রামীণফোন। 

এরই প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ উদযাপনের জন্য সকল মোবাইল ফোন অপারেটরের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে ৩০ জিবি ইন্টারনেট প্রদান করা হবে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

পোস্টটিতে দাবি করা হয়, উক্ত ৩০ জিবি ইন্টারনেট পাওয়া জন্যে পোস্টটি প্রথমে ১২ জন ব্যক্তিকে শেয়ার করতে পবে। পরবর্তীতে পোস্টে ব্যবহৃত লিংকটিকে প্রবেশ করতে হবে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ উদযাপনের জন্যে সকল সিমের গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার দেওয়ার দাবি সংক্রান্ত লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ৩০ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।

দাবিটির সত্যতা যাচাইয়ে আলোচিত পোস্টের নির্দেশনা অনুযায়ী রিউমর স্ক্যানারের একজন সদস্য অনুসন্ধানের অংশ হিসেবে প্রথমে পোস্টটি ১২ জন মানুষের কাছে শেয়ার করে। এরপর পোস্টে থাকা লিংকটিতে প্রবেশ করলে যেখানে Claim নামের একটি বাটন দেখতে পাওয়া যায়। সেটিতে ক্লিক করতে প্রতিবারই বিভিন্ন অনলাইন ভিত্তিক জুয়ার ওয়েবসাইটে নিয়ে যায়। একাধিকবার চেষ্টা করার পরও ৩০ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়া যায়নি।

Screenshot: msttumi38.blogspot.com

এছাড়াও শেখ হাসিনার পদত্যাগের কারণে মোবাইল ফোন অপারেটরগুলো এমন কোনো অফার দিয়েছে কিনা তা জানতে কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ উদযাপনে সরকারের পক্ষ থেকে সকল সিম গ্রাহকদের ৩০ জিবি ফ্রি ইন্টারনেট প্রদানের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img