জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি

সম্প্রতি, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ০২/১১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি’ শীর্ষক দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাডের ডিজাইন সম্বলিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যাল
Screenshot: Facebook 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ০২/১১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি’ শীর্ষক দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। প্রকৃতপক্ষে, জাতীয় বিশ্ববিদ্যালয় এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।  গত ২৮ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৯ অক্টোবরের সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে  গত ২৮ অক্টোবর  ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৯/১০/২০২৩ তারিখ (রবিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্ত’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

Screenshot: National University

বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত বিজ্ঞপ্তির স্মারক নং- (০-৫)জাতীঃবিঃ/পনি/অফিস আদেশ/২০১২/০৩/৪৯০৯ এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তির স্মারক নং-এর হুবহু মিল রয়েছে। 

Notice Comparison by Rumor Scanner 

পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচারিত অন্যান্য বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায় তাদের প্রতিটি বিজ্ঞপ্তির স্মারক নং-এ ভিন্নতা রয়েছে। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তির লেখার ফন্টের ভিন্নতাও লক্ষ্য করা যায়। 

Notice Comparison by Rumor Scanner 

এছাড়াও  প্রচারিত বিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) মো: শাহানুর রহমান সা’দ-এর সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম।  তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি; এটি সম্পূর্ণ ভুয়া।

অর্থাৎ, জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ০২/১১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি।

মূলত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু কাকরাইলসহ নানা জায়গায় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়। তাই পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যার পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করে সেদিনই বিজ্ঞপ্তি প্রচার করা জাতীয় বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে বিএনপি’র পক্ষ থেকে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা থেকে অবোরধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া যায়। যার পর থেকে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ০২/১১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি’ শীর্ষক দাবিতে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রাচরিত বিজ্ঞপ্তিটি ভুয়া। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তিটি সম্পাদনার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

সুতরাং, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ০২/১১/২০২৩ তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিতের দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • National University Website: Notice
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img