‘দ্য মেসি স্টোর’ বার্সেলোনার নতুন স্পন্সর হয়নি

সম্প্রতি, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির অফিসিয়াল মার্চেন্ডাইজ ‘দ্য মেসি স্টোর’ বার্সেলোনার নতুন স্পন্সর হয়েছে দাবিতে বার্সেলোনার ফুটবলার আলেজান্দ্রো বালদে’র ছবিযুক্ত কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির অফিসিয়াল মার্চেন্ডাইজ ‘দ্য মেসি স্টোর’ বার্সেলোনার স্পন্সর হয়নি বরং Emaz নামের জনৈক স্প্যানিশ গ্রাফিক ডিজাইনারের আলেজান্দ্রো বালদে’র ছবির সাথে লিওনেল মেসির অটোগ্রাফ সংযুক্ত করে তৈরিকৃত একটি ছবিকে ব্যবহার করে কোনোরকম তথ্যসূত্র ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুইতেই বার্সেলোনার ফুটবলার আলেজান্দ্রো বালদে’র আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ছবিটির উপরে emaz নামের সিগনেচার মার্ক দেখতে পাওয়া যায়। 

উক্ত নামের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বার্সেলোনার ফুটবলার আলেজান্দ্রো বালদে’র আলোচিত ছবিটি emazgfx নামের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে ৭ নভেম্বরের একটি পোস্টে খুঁজে পাওয়া যায়।

Source: emazgfx instagram account

উক্ত পোস্টের ক্যাপশনে স্প্যানিশ শব্দ #diseñografico হ্যাসট্যাগ দ্বারা বোঝা যায় যে আলোচিত ছবিটি গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে।

উক্ত ইনস্টগ্রাম অ্যাকাউন্টের বায়ো থেকে জানা যায় Emaz নামের উক্ত ইনস্টাগ্রাম ব্যবহারকারী একজন গ্রাফিক ডিজাইনার। এছাড়াও, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুটবল ক্লাব বার্সেলোনা’র বেশকিছু খেলোয়াড়ের গ্রাফিক নির্মিত ছবিও দেখতে পাওয়া যায়।

পাশাপাশি, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে FC Barcelona’র ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৩ সালের ১৫ জুনের একটি টুইট খুঁজে পাওয়া যায়।

বার্সেলোনার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটকৃত উক্ত পোস্টটির তুলনামূলক পর্যালোচনা করে জার্সিতে স্পন্সর লোগোতে ভিন্নতা খুঁজে পাওয়া যায়। এছাড়াও দেখা যায়, উক্ত ছবিতে লিওনেল মেসির অটোগ্রাফ সংযুক্ত ছিল না।  

Source: FC Barcelona X Account

যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, Emaz নামের স্প্যানিশ গ্রাফিক ডিজাইনার বার্সেলোনা ফুটবলার আলেজান্দ্রো বালদে’র ছবির সাথে লিওনেল মেসির অটোগ্রাফ গ্রাফিক ডিজাইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে।

এছাড়াও, ফুটবল ক্লাব বার্সেলোনার ওয়েবসাইটে ক্লাবের স্পন্সরদের তালিকা পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।

কিন্তু, স্পন্সরদের সে তালিকায় ফুটবলার লিওনেল মেসির অফিসিয়াল মার্চেন্ডাইজ দ্য মেসি স্টোরে’র নাম খুঁজে পাওয়া যায়নি।

Source: FC Barcelona Website

এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে আলোচিত দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

মূলত, ফুটবল ক্লাব বার্সেলোনা গত জুলাই মাসে ফুটবলার আলেজান্দ্রো বালদে’র একটি ছবি নিজেদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে টুইট করে। পরবর্তীতে, Emaz নামের জনৈক স্প্যানিশ গ্রাফিক ডিজাইনার বার্সেলোনা ফুটবলার আলেজান্দ্রো বালদে’র ছবির সাথে লিওনেল মেসির অটোগ্রাফ সংযুক্ত করে একটি ছবি তৈরি করেন। সেই ছবি ব্যবহার করেই ফুটবলার লিওনেল মেসির অফিসিয়াল মার্চেন্ডাইজ দ্য মেসি স্টোর বার্সেলোনার স্পন্সর হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বে লিওনেল মেসির হাতে ফিলিস্তিনের পতাকা সম্বলিত একটি এডিটেড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ফুটবলার লিওনেল মেসির অফিসিয়াল মার্চেন্ডাইজ ‘দ্য মেসি স্টোর’ বার্সেলোনার স্পন্সর হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img