মঙ্গলবার, মার্চ 19, 2024
spot_img

অং সান সুচি’র কারাবন্দী অবস্থার চিত্র দাবীতে প্রচারিত ছবিটি ভুয়া

সম্প্রতি “মিয়ানমারের প্রধানমন্ত্রী–ক্ষমতার জোরে মুসলমানের উপর অত্যাচার করেছিলে,এখন কি হলো তোমার,বাথরুমে বসবাস করো,আল্লাহর বিচার দেখো,অতএব সাবধান আল্লাহ বেশী দূরে নয়।” শীর্ষক শিরোনামে একটি কারাবন্দী নারীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় মূল ছবিটি সুচি’র নয় বরং পুরোনো একটি ছবির মুখমণ্ডল এডিট করে সুচি’র চেহারা কৃত্রিমভাবে বসানো হয়েছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায় মূল ছবিটি একজন মহিলা কয়েদির এবং ছবিটি ১২ জুলাই ২০১৩ সালে তোলা হয়েছিলো।

মূলত, ছবিটি ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালে বিভিন্ন ওয়েবসাইটে প্রতিকী ছবি হিসেবে প্রকাশিত হয়েছিলো এবং ছবিটির সূত্র হিসেবে Wikimedia Commons এর উল্লেখ রয়েছে।
এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।

Wikimedia Commons এর ওয়েবসাইটে দেখা যায়, মূল ছবিটি ১২ জুলাই ২০১৩ সালে তোলা হয়েছিলো এবং সেখানের বিবরণে বলা হয়েছে:

A female prisoner living inside her tiny prison cell. The cell provides the inmate with a toilet and a bed, as well as bars to protect her from the outside elements. The cell is designed for the comfort and benefit of the prisoner as well as the public.

উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচি’কে দেশটির সেনাবাহিনী আটক করে। গত এক মাসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সূ চি-কে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে কোথাও কারাবন্দি সূ চি-র কোনো ছবি পাওয়া যায় নি।

অর্থাৎ, ভিন্ন একজন নারী কয়েদির পুরোনো একটি ছবির মুখমণ্ডল এডিট করে সুচি’র চেহারা কৃত্রিমভাবে বসিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: অং সান সুচি’র কারাবন্দী অবস্থার ছবি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img