বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিগুলো এডিটেড 

সম্প্রতি, “যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হননি  বরং তাকে গ্রেফতারের দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবি গুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা।

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Eliot Higgins’ নামের টুইটার অ্যাকাউন্টে গত ২১ মার্চ “Making pictures of Trump getting arrested while waiting for Trump’s arrest” শীর্ষক শিরোনামে প্রচারিত টুইটে বেশ কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবি গুলোর সাথে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে  প্রচারিত ছবিগুলোর হুবহু মিল পাওয়া যায়।

Collage: Rumor Scanner

 টুইটদাতা টুইটের ক্যাপশনে লিখেছেন,’গ্রেফতারের অপেক্ষায় থাকা ট্রাম্পের গ্রেফতারের ছবি তৈরি করেছি’ (অনূদিত)। 

এছাড়া উক্ত টুইটের মন্তব্য ঘরে ছবিগুলো কীভাবে তৈরি করা হয়েছে টুইটদাতাকে এমন প্রশ্নের প্রেক্ষিতে তিনি জানান,  তিনি এসকল ছবি কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে  ছবি তৈরির টুলস ‘Midjourney v5’ দিয়ে তৈরি করেছেন।

Collage: Rumor Scanner

ইতিমধ্যে ট্রাম্প গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোকে কৃত্তিম বুদ্ধিমত্তায় তৈরিকৃত ছবি হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এপি, বিবিসি এবং রয়টার্স

Screenshot: AP News

প্রতিবেদনটিতে আরও জানা যায়, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার  করা হয়নি।

Screenshot: AP News

অর্থাৎ, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ট ট্রাম্পকে  গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিগুলো কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এবং তিনি এখনো গ্রেপ্তার হননি।

মূলত, ২০১৬ সালে মার্কিন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদানের তদন্ত চলছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযুক্ত হলে ডোনাল্ড ট্রাম্প যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এরকম তথ্যই দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। উক্ত বিষয়কে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি প্রচার করা হচ্ছে।  তবে অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়নি এবং  উক্ত দাবিতে প্রচারিত ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা।

সুতরাং, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিগুলো এডিটেড।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img