সম্প্রতি, ২০ বছর আগে তিনি মরক্কোতে ভেড়া চরছিলেন, এখন তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী শীর্ষক দাবিতে একটি কোলাজ ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, কোলাজে থাকা ছোট শিশুর ছবিটি ফ্রান্সের শিক্ষামন্ত্রী নাজাত বেলকাসেম এর।
টিকটকে উক্ত দাবিতে প্রচারিত ভিডিও দেখুন (আর্কাইভ)।
একই দাবিতে গণমাধ্যমে অন্তত ২০১৬ সাল থেকে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বাংলাদেশি গণমাধ্যমে উক্ত দাবিতে সংবাদ প্রতিবেদন দেখুন যুগান্তর (২০২০), সোনালি নিউজ (২০১৭), এমটিনিউজ২৪ (২০১৬)।
ওপার বাংলার কিছু গণমাধ্যমে উক্ত দাবিতে সংবাদ প্রতিবেদন দেখুন আনন্দবাজার, নিউজ ১৮।
গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটিতে কোলাজ করা দুইজন একই ব্যক্তি নয় বরং দুইজন আলাদা ব্যক্তির ছবিকে কোলাজের মাধ্যমে একই ব্যক্তির ভিন্ন বয়সের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য আলোচিত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে “Child Notice Morocco – 2015” ইউনিসেফের ওয়েবসাইটে একটি নথি খুঁজে পাওয়া যায়।
উক্ত নথির ২৬ তম পেজে প্রকাশিত ছবির সাথে বাম দিকের শিশুটির ছবির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উক্ত নথিতে মেয়েটির বিষয়ে কিছু না জানা গেলেও যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপস ২০১৮ সালে জানায়, মেয়েটির নাম ফৌজিয়া। তার বয়স আট বছর। ইউনিসেফের একজন ফটোগ্রাফার ২০০৫ সালের ১৫ জুন এই ছবিটি তুলেছিলেন। ইউনিসেফের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে স্নোপস।
দ্বিতীয় ছবির বিষয়ে অনুসন্ধানে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম Arab News এর ওয়েবসাইটে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি “Paris women finally allowed to wear trousers” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সংযুক্ত ছবিতে ডান পাশের আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, এই নারীর নাম নাজাত ভাল্লাউদ-বেলকাসেম।
তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের শিক্ষামন্ত্রীর পদে ছিলেন।
বেলকাসেমের নিজস্ব ওয়েবসাইট এবং আমেরিকান ম্যাগাজিন Vanity Fair এর ওয়েবসাইটে তার ছোটবেলার কিছু ছবি পাওয়া যাচ্ছে। এসব ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
নাজাত ভাল্লাউদ-বেলকাসেম ১৯৭৭ সালে মরক্কোতে জন্মগ্রহণ করেন এবং চার বছর বয়সে পিতা-মাতার সাথে তিনি সাথে ফ্রান্সে চলে আসেন। যেহেতু তার ছোটবেলার দাবিতে প্রচারিত ছবিটি ২০০৫ সালে তোলা, সেহেতু ১৯৭৭ সালে জন্ম নেওয়া বেলকাসেমের ছোটবেলার ছবি হওয়া সম্ভব নয় এটি।
তবে Franceinfo নামে ফ্রান্সের একটি গণমাধ্যমে ২০১৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত নাজাত ভাল্লাউদ-বেলকাসেমের একটি সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে, তিনি ছোটবেলায় ছাগল ছড়িয়েছেন।
মূলত, ফ্রান্সের সাবেক শিক্ষামন্ত্রী নাজাত ভাল্লাউদ-বেলকাসেমের জন্মস্থান মরক্কোতে থাকাকালীন তিনি নিজেদের ছাগল চড়াতেন। তবে সম্প্রতি মরক্কোর একটি ভিন্ন শিশুর ছবির সাথে নাজাত ভাল্লাউদ-বেলকাসেমের ছবি কোলাজ করে বেলকাসেমের ছোটবেলার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ফ্রান্সের সাবেক শিক্ষামন্ত্রী নাজাত ভাল্লাউদ-বেলকাসেমের ছবির সাথে ভিন্ন এক শিশুর ছবি কোলাজ করে তার ছোটবেলার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Child Notice Morocco – PDF
- Arab News – Paris women finally allowed to wear trousers
- Snopes – Does This Photograph Show a Future French Politician as a Shepherd in Morocco?
- https://www.snopes.com/fact-check/najat-vallaud-belkacem-shepherd-morocco-photo/
- NAJAT VALLAUD-BELKACEM – Website
- Vanity Fair – Website
- Franceinfo – Website
- Rumor Scanner’s own analysis