থিয়াগো সিলভার ক্যারিয়ারে কখনো লাল কার্ড না দেখার তথ্যটি সঠিক নয়

সম্প্রতি, “সর্বকালের সেরা সেন্টারব্যাক…যে কখনো লাল কার্ড দেখেনি…ব্রাজিলিয়ানদের ছাড়া ফুটবলের ইতিহাস রচনা হয় না” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

থিয়াগো সিলভার

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভা তার ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখেননি দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং, ফরাসি ক্লাব পিএসজির হয়ে ২০১২/১৩ মৌসুমে একবার এবং ইংলিশ ক্লাব চেলসির হয়ে ২০২০/২১ মৌসুমে একবার লাল কার্ড দেখেন।

অনুসন্ধানের শুরুতে, ফ্রেঞ্চ লিগ ওয়ান এর ওয়েবসাইটে ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভার প্রোফাইল বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখান থেকে জানা যায়, লিগ ওয়ানে (ফ্রেঞ্চ ফুটবল লিগ) থিয়াগো সিলভা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এর হয়ে মোট ৯টি মৌসুম খেলেছেন। এর মধ্যে ২০১২/১৩ মৌসুমের একটি ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। উল্লেখ্য, ২০৪ ম্যাচের লিগ ওয়ান কারিয়ারে এটিই থিয়াগো সিলভার একমাত্র লাল কার্ড দেখার ঘটনা।

Source: Ligue 1

পাশাপাশি, লিগ ওয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Leaguge 1 Uber Eats Official এ ২০১৩ সালের ৬মে “Incredible red card for PSG’s Thiago Silva / 2012-13” শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ম্যাচের ৪৩তম মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভা। সেই সাথে ভিডিওর বিস্তারিত বিবরণ থেকে জানা যায় যে, ২০১২/১৩ মৌসুমের ভ্যালেনসিয়েনেস এর বিপক্ষে নিজেদের ৩৫তম ম্যাচে লাল কার্ড দেখেন পিএসজির ডিফেন্ডার থিয়াগো সিলভা।

Source: YouTube

পরবর্তীতে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে থিয়াগো সিলভার প্রোফাইলে বিশ্লেষণ করে দেখা যায়, থিয়াগো সিলভা তার ইংলিশ লিগ ক্যারিয়ারে ১টি লাল কার্ড দেখেছেন। 

পাশাপাশি, Falco News Tv এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ৩ এপ্রিল “Thiago Silva’s red card and frustration from Tuchel” শীর্ষক শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, চেলসি বনাম ওয়েস্টব্রম ম্যাচের ২৯তম মিনিটে থিয়াগো সিলভা লাল কার্ড দেখেন।

Source: YouTube 

এছাড়াও, খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট Transfermarkt এর তথ্য অনুসারে, মাইনর লিগ ব্রাজিলিয়ান সিরি আ ক্যারিয়ারেও ৩টি লাল কার্ড দেখেছেন থিয়াগো সিলভা। 

সেইসাথে, ব্রাজিল জাতীয় ফুটবল দলে থিয়াগো সিলভার ক্যারিয়ার পরিসংখ্যান অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। 

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে খেলাধুলা বিষয়ক Besoccer এর ওয়েবসাইটে ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভার প্রোফাইল খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত ওয়েবসাইটে থিয়াগো সিলভার জাতীয় দলের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ১৪ বছরে ব্রাজিল জাতীয় দলের হয়ে থিয়াগো সিলভা কখনো লাল কার্ড দেখেননি।

Source: Besoccer

পাশাপাশি কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইটে ২০২২ সালের ৩ডিসেম্বর “১৪ বছরের ক্যারিয়ারে লাল কার্ড দেখেননি থিয়োগো সিলভা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।  

উক্ত প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, ব্রাজিল জাতীয় দলের হয়ে অংশ নেওয়া আন্তজার্তিক ম্যাচে থিয়াগো সিলভা কখনও লাল কার্ড দেখেননি।

Source: Jamuna TV

মূলত, ফুটবলার থিয়াগো সিলভা তার জাতীয় দলের ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে কখনও লাল কার্ড দেখেননি। উক্ত, বিষয়টিকেই থিয়াগো সিলভা তার পুরো ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখেননি দাবিতে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা ফ্রেঞ্চ লিগে ১বার, ইংলিশ লিগে ১বার এবং মাইনর ব্রাজিলিয়ান লিগে ৩বার লাল কার্ড দেখেছেন। 

উল্লেখ্য, পূর্বেও থিয়াগো সিলভার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো সিলভা তার পুরো ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখেননি শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img