সম্প্রতি, “প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর নির্ধারণ, গরুপ্রতি সাড়ে ১১ হাজার টাকা” শীর্ষক শিরোনামে প্রকাশিত বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এছাড়া, একই তথ্যে আরটিভির ফটোকার্ডও প্রচার হতে দেখা যায়। এমনকি ফটোকার্ড ছাড়াও তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে পোস্ট হতে দেখা যায়।
পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, গরুর ওপর কর নির্ধারণের ঘটনাটি বাংলাদেশের।
ডিবিসি নিউজের ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
আরটিভির ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফটোকার্ড ছাড়া প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গবাদি পশুর ওপর কর নির্ধারণ, গরুপ্রতি সাড়ে ১১ হাজার টাকা- শীর্ষক সিদ্ধান্তটি বাংলাদেশ সরকারের নয়, বরং ডেনমার্ক সরকারের নেওয়া সিদ্ধান্তকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ডিবিসি নিউজের ফটোকার্ড৷ উক্ত সূত্র ধরে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ২৭ জুন এ সম্পর্কিত ফটোকার্ডটি খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়।
গণমাধ্যমটির এই পোস্টের কমেন্টে দেওয়া এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, গবাদি পশুর ওপর কর নির্ধারণের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ডেনমার্কে।
প্রতিবেদনটিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর বরাত দিয়ে বলা হয়, বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর নির্ধারণ করা হয়েছে। পশু পালনকারী এবং খামারীকে গরুপ্রতি বছরে কর দিতে হবে ৯৬ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার টাকা। ইউরোপের অন্যতম কৃষি ও খামার নির্ভর অর্থনীতির দেশ ডেনমার্কে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
প্রতিবেদনটির শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদন না পড়েই তারা বিষয়টিকে বাংলাদেশের মনে করে বিভিন্ন মন্তব্য করেছেন।
শিরোনামে দেশের নাম উল্লেখ না করে খবর দিয়েছে এমন আরো কিছু বাংলাদেশের গণমাধ্যমের নিউজ লিংক সমকাল, আর টিভি, অর্থ সংবাদ, আমার সংবাদ, জনবাণী, বিডি২৪ লাইভ এবং জুম বাংলা।
পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ গত ২৭ জুন “World’s first carbon tax on livestock will cost farmers $100 per cow” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ডেনমার্কের দুগ্ধ খামারিদের তাদের উৎপন্ন গ্রহ-তাপীকরণ নির্গমনের জন্য প্রতি গরু প্রতি ৯৬ ডলার বার্ষিক কর দিতে হচ্ছে। বিশ্বে প্রথম গবাদি পশুর ওপর এরূপ কর ধার্য করে দেশটি।
মূলত, ডেনমার্কে বিশ্বে প্রথমবারের মত গবাদি পশুর ওপর কর নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি গরুর ওপর বার্ষিক ৯৬ ডলার কর প্রদানের বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। পরবর্তীতে উক্ত বিষয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করে সংবাদ প্রচার করা হয়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি বাংলাদেশের সিদ্ধান্ত মনে করে ফেসবুকে নানা নেতিবাচক মন্তব্য করছেন।
সুতরাং, ডেনমার্কে গবাদি পশুর ওপর কর নির্ধারণের সিদ্ধান্তকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- dbc news- Facebook Post
- dbc news- প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর নির্ধারণ, গরুপ্রতি সাড়ে ১১ হাজার টাকা
- CNN- World’s first carbon tax on livestock will cost farmers $100 per cow
- Rumor Scanner’s Own Analysis